অসুস্থ হয়ে পড়েছেন সিপিআইএম নেতা মানব মুখোপাধ্যায়। রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে খবর। মস্তি⛦ষ্কে রক্তক্ষরণের জেরে তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের মুকুন্দপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সোমবার মাঝরাত থেকে মানব🥂বাবুকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
সিপিআইএম ঠিক কী বলছে? এই ঘটনা নিয়ে সিপিআইএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার সংবাদমাধ্যমকে জানান, এখন যা পরিস্থিতি মানব মুখোপাধ্যায়ের যা শারীরিক অবস্থা তাতে মস্তিষ্কে অস্ত্রোপচার করা সম্ভব নয়। তিনি বলেন, ‘চিকিৎসক জয়ন্ত রায় মানববাবুকে দেখছেন। মস্তিষ্কে রক্ত জমাট পেকে থাকার কারণে কথাবার্তাও বলতে পারছেন না এইꦫ সিপিআইএম নেতা।’
আর কী জানা যাচ্ছে? বেশ কিছুদিন ধরে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছিল না মানব মুখোপাধ্যায়কে। তিনি একদিকে সুবক্তা অন্যদিকে যুব সংগঠনের 🌞কাছে আকর্ষণীয় ব্যক্তিত্ব। সেখানে তিনি অসুস্থ হয়ে ꦫপড়েছেন অনেকেই মেনে নিতে পারছেন না। তবে মঙ্গলবার আবার তাঁকে দেখবেন চিকিৎসকরা। আরও কিছু পরীক্ষা হওয়ারও কথা রয়েছে। তা🦩রপর চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নে♉বে হাসপাতাল।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই অসুস্থ রয়েছেন রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী। এই অসুস্থতার কারণেই সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে অব্যাহতি 💫দেওয়া হয়েছিল মানব মুখোপাধ্যায়কে। তাও ফোনে যোগাযোগ রাখতেন তিনি🌸। মাঝেমধ্যে পার্টি অফিসে আসতেন। তবে সেটা নিয়মিত ছিল না। সকলের সঙ্গে ফোনেই যোগাযোগ রাখতেন তিনি।