পর পর দুটো বছর দুর্গাপুজো জেলে কাটাতে হল তাঁকে। অনেক চেষ্টা করেও মেলেনি জামিন। তার উপর বাইরে🅘র জগতের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর। আবার জেলের মধ্যে থেকেও কটূক্তি শুনতে হয় তাঁকে। কেউ বলে, মোটকা দা, কেউ বলে, কি রে চাকরি দিবি! এমনকী জেলের মধ্যে মগ ছুঁড়েও তাঁকে মারা হয়েছিল। এইসব সহ্য করে সেখানে থাকছিলেন। কিন্তু আর ভাল লাগছে না। এভাবে চলতে পারে না। তাই জেলে বসে কেঁদে ফেললেন তিনি। হ্যাঁ, তিনি রাজ্যের প্রাক্তন শ🍷িক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিকে অর্পিতার সঙ্গেও দেখা নেই। পাঁচটা মানুষের সঙ্গে আড্ডা মারা যায় না। পর পর দুর্গাপুজো কেটে যাচ্ছে। সেই নাকতলা উদয়ন সংঘের পুজোমণ্ডপ বহুদিন চোখে পড়ে না। তাছাড়া জেলে যা খাবার মেলে সেটা মুখে রচে না। এই সার্বিক প্রতিকূল পরিস্থিতিতে এবার জেলে বসে কেঁদে ফেললেন পার্থ চট্টোপাধ্যায়। আর সেই কান্না কেউ থামাতে পারছেন না বলে সূত্রের খবর। এক কারারক্ষী সূত্রে খবর, এখন প্রায়ই চিৎকার করে কান্নাকাটি করছেন পার্থবাবু। শুধু💙 কাঁদতে কাঁদতে বলেন﷽, ‘জেলে থাকতে আর ভাল লাগছে না।’
অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর এখন ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেখানেই আছেন এই মামলায় বেশ কয়েকজন অভিযুক্ত। কিন্তু তাঁদের সবাই দূরের সেলে রয়েছে। ফলে কথা বলতে পারছেন না পার্থ। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, এই প্রাক্তন মন্ত্রী জেলের মধ্যেই সম্প্রতি কান্নাকাটি করছেন। এই বিষয়ে জেলকর্মীরা ত🗹াঁকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে পার্থ চট্টোপাধ্যায় তাঁদের বলেন, ‘এই চার দেওয়ালের মধ্যে আর ভাল লাগছে না।’ এই কথা বলেই তিনি কাঁদতে শুরু করছেন। অনেক কষ্টে তাঁকে শান্ত করতে হচ্ছে। জেল কর্মীদের সূত্রে খবর, পার্থবাবুর জামিনের আর্জি বারবার খারিজ হয়েছে। পার্থবাবু তাতে রীতিমতো হতাশ হয়ে পড়ছেন। ফলে কেঁদে ভাসাচ্ছেন।
আরও পড়ুন: ‘𒉰হিরানন্দানিকেও তলব করা উচিত’, ৩১ অক্টোবর যেতে পারবেন না চিঠিতে জানালেন মহ🦩ুয়া
তবে এবারও বড় করে প্রেসিডেন্সি জেলে দুর্গাপুজো হয়েছে। বন্দিরা সেই দুর্গাপুজোতে অংশ নেয়। কিন্তু সেখানে যাননি পার্থ। সূত্রের খবর, অভিমানে দুর্গাপুজোর ক’দিন সেলের বাইরেই বেরোননি পার্থ চট্টোপাধ্যায়। দুর্গাপুজোর চারদিন পার্থবাবু সেলের বারান্দায় বসে টিভি দেখেছেন। আর তা দেখে তাঁর দু’চোখ দিয়ে জল বেয়ে পড়েছে। কান্নাকাটি করে পার্থ এখন রীতিমতো বিরক্ত। সেটা অবশ্য পার্থ বলেছেন কারারক্ষীদের। আর এখন বেশ জোরে কাঁদতে থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। কেঁদে তাঁর একটাই কথা, ‘আর ভাল লাগছে না।’♚