লোকসভার এথিক্স কমিটির সমন এড়িয়ে গেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। উলটে বাড়তি সময় চেয়ে প্রস্তাব দিয়েছেন সাংসদ। আজ, শুক্রবার মহুয়া চিঠি লিখে জানিয়ে দিলেন, আগামী ৩১ অক্টোবর এথিক্স কমিটির সামনে তিনি হাজিরা দিতে পারবেন না। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার যে মারাত্মক অভিযোগ উঠেছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য লোকসভার এথিক্স কম𒀰িটি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ৩১ অক্টোবর সশরীরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল। তবে আজ মহুয়া মৈত্র জানিয়ে দিলেন, তিনি ওই দিনে হাজিরা দিতে পারবেন না। সুতরাং ও𒐪ই দিন তিনি সংসদে হাজির হবেন না।
এদিকে গোটা বিষয়টি তিনি টুইট করেছেন। সেখানে নিজের লেখা চিঠ😼ি তুলে ধরেছেন এবং না যাওয়ার কারণও উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। ঠিক কী লিখেছেন চিঠিতে? মহুয়া মৈত্র চিঠিতে লিখেছেন, ‘আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিজের লোকসভা কেন্দ্রে বহু পূর্বনির্ধারিত বিজয়া সম্মিলনী রয়েছে। আর তাই তখন হাজিরা দেওয়া সম্ভব নয়। সশরীরে হাজিরা দেওয়ার জন্য এথিক্স কমিটির আমাকে নতুন তারিখ দিক। আগামী ৫ নভেম্বর তারিখের পর আমাকে কমিটির সুবিধা মতো যে কোনও দিন, যে কোনও সময় ডাকা হলে হাজির হবো।’
অন্যদিকে সাংসদ মহুয়া মৈত্র চিঠিতে লিখেছেন, এথিক্স কমিটির সামনে তিনি নিজের বক্তব্য জানাতে আগ্রহী। কিন্তু পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় সংশ্লিষ্ট দিনে যেতে প𝓡ারছেন না। বাড়তি সময় চাওয়ার নিয়ে উদাহরণ তুলে ধরে সাংসদ বলেছেন, বিজেপি সাংসদ রমেশ বিধুরি রাজস্থান নির্বাচনের কারণ দেখিয়ে এথিক্স কমিটিতে হাজিরা দিতে বাড়তি সময় চেয়েছিলেন। তখন তাঁকেও দেওয়া হয়েছিল। কৃষ্ণনগরের সাংসদের দাবি, বিধুরির মতো তাঁকেও বাড়তি সময় দেওয়া হোক। এই চিঠিতে এথিক্স কমিটির প্রধানের প্রতি ক্ষোভও উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তাঁর প্রশ্ন, তাঁকে সমন পাঠানোর আগে সংবাদমাধ্যম❀ে সেই সমনের কথা ফাঁস করা হল কেন? সব পক্ষের হলফনামা প্রকাশ্যে আনা হল কেন?
আরও পড়ুন: রাজ্যপ🐼াল পিছিয়ে গেলেন ৪–০ 💖অঙ্কে, দুর্গারত্ন ফিরিয়ে দিল চারটি পুজো কমিটিই
এসব নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। এদিন টুইটে সাংসদ মহুয়া মৈত্র লেখেন, ‘আমি পশ্চিমবঙ্গের প্রতিনিধি। যেখানে দুর্গাপুজো সবথেকে বড় উৎসব। আমার আগে থেকেই একাধিক বিজয়া দশমী সম্মেলনে (সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে) যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্ব🦩র পর্যন্ত আমার কেন্দ্রে একাধিক কর্মসূচি রয়েছে। তাই আমি ৩১ অক্টোবর নয়াদিল্লিতে যেতে পারব না।’ মহুয়া জানান, তাঁর বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দু🎶বে এবং আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই যে অভিযোগ এনেছেন, সেটাতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিরপেক্ষ শুনানি চান। কিন্তু কমিটি আইন বিরুদ্ধভাবে তাঁকে সমন পাঠিয়েছে এবং অভিযোগকারীদের কথা আগে শুনেছে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে মহুয়ার সমস্ত বিদেশযাত্রার তথ্য চেয়েছে এথিক্স কমিটি। মহুয়া আজ তাঁর চিঠিতে এথিক্স কমিটির কাছে দাবি করেছেন, তাঁর সঙ্গে ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও তলব করা হোক। তিনি এথিক্স কমিটির সামনেই তাঁকে ক্রস এক্স্যামিন করতে চান। সাংসদের কথায়, ‘ব্যবসায়ী দর্শন হিরানন্দানিরও কমিটির সামনে হাজিরা দেওয়া উচিত। আমায় যে বিভিন্ন দামি উপহার দেওয়ার দাবি জানিয়েছেন সেটার বিস্তারিত তালিকা পেশ করা উচিত। হিরানন্দানির মৌখিক বয়ান ছাড়া এই তদন্ত অসম্পূর্ণ এবং পক্ষপাতদুষ্ট হবে। এটা ক্যাঙ্গারু কোর্ট বসানোর সমার্থক হবে। এথিক্স কমিটির চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে হিরানন্দানিকেও তলব করা উচিত।’