নিয়𒅌োগ দুর্নীতি মামলায় এবার টলি অভিনেতাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামীকাল, শুক্রবার ইডি দফতরে তলব করা হয় অভিনেতা বনি সেনগুপ্তকে। কিন্তু তিনি আজ, বৃহস্পতিবারই ইডির দফতরে হাজির হন। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগ, কুন্তল ঘোষের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। তাই অভিনেতাকে তাঁর আয়–ব্যয় সংক্রান্ত হিসেবের নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে। তবে ইডির আতসকাচের নীচে রয়েছেন টলিউডের চার অভিনেত্রী। তাঁদের সম্পর্⛄কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ইডি সূত্রে খবর, এই চার অভিনেত্রীকে সঠিক সময়ে নোটিশ পাঠিয়ে তলব করা হবে। আগে এখন নথি জোগাড়ের কাজ🌠 করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ❀্রেফতার যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিতে বনি সেনগুপ্তের নাম পাওয়া গিয়েছে। সেই নথি হাতে পাওয়ার পরেই তাঁকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠিয়েছে ইডি। কুন্তল ঘোষের সঙ্গে অনেকেরই নাম জড়িয়েছে। পার্লারের মালকিন সোমা চক্রবর্তীর নামও উঠে এসেছে। সূত্রের খবর, তাঁকেও শুক্রবার তলব করেছে ইডি।
এদিকে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কোনও খোঁজ পায়নি ইডি–সিবিআই। তবে তাঁর কাছ থেকেও তথ্য পেতে চান অফিসাররা। ꦡএকুশের বিধানসভা নির্বাচনের আগে বনি সেনগুপ্ত যোগ দেন বিজেপিতে। সাংসদ দিলীপ ঘোষের হাত থেকে পতা𓄧কা নিয়েছিলেন বনি। পরে ২০২২ সালে বিজেপি ত্যাগ করার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন অভিনেতা। টুইটে তিনি উল্লেখ করেছিলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা রাখতে পারেনি। তাই🐷 বিজেপি ছাড়েন তিনি। আর বিজেপি ছাড়তেই তাঁকে ইডির তলব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।