একশো দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকা♎র বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার বিধানসভায় বাজেট অধিবেশনꦏে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণেও এল কেন্দ্রীয় বঞ্চনার বিষয়।
ঠিক কী বলেছেন রাজ্যপাল? রাজ্য়পাল সিভি আনন্দ বোসের ভাষণ চলাকালীন বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তখন রাজ্য সরকারের প্রশংসা এবং কেন্দ্রীয় 🥃বঞ্চনার বিষয়টি উঠে আসে। এই বিষয়ে রাজ্যপাল বলে♎ন, ‘কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে প্রায় ১১ হাজার ৮০০ কোটি টাকা। তাই উন্নয়নের কাজ করতে সমস্যা হচ্ছে। আশা করব কেন্দ্র বাংলাকে প্রাপ্য টাকা দ্রুত পরিশোধ করবে।’
আর কী বলেছেন রাজ্যপাল? বুধবার বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্য সরকারের নানা দিক তুলে ধরেন। সাফল্য–ব্যর্থতার কথা তুলে ধরেন। আর তিনি বলেন, ‘যে তিনটি ক্ষেত্রে এই বছর রাজ্য ব💜িশেষ সাফল্য অর্জন করতে পারিনি সেগুলি হল, ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাসন এবং গ্রাജমীণ সড়ক। ২০২১–২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ এই ক্ষেত্রগুলিতে প্রথম স্থানে ছিল। কিন্তু, এই বছর রাজ্য এখনও পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে তার প্রাপ্য টাকা পায়নি। ১১ হাজার ৮০০ কোটি টাꦰকারও বেশি পাওনা এখনও বকেয়া রয়েছে। তাই সাধারণ মানুষের জনকল্যাণের লক্ষ্যে প্রতিশ্রুতি পূরণের কাজে রাজ্য সরকারকে অনেক অসুবিধার মুখে পড়তে হচ্ছে। দরিদ্র মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার শীঘ্রই টাকা পাঠাবে বলে আমি আশা রাখি। আমার স্থির বিশ্বাস কেন্দ্রীয় সরকারের প্রাপꦍ্য টাকা পেয়ে গেলে পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাসন ও গ্রামীণ সড়কের ক্ষেত্রগুলিতে পুনরায় শীর্ষস্থান অধিকার করবে।’