পুরকর্মীদের কাজে ফাঁকি রুখতে কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। নিকাশি নালাতে পলি তুলতে গিয়ে কেউ বসে আছেন নাকি অন্যত্র গিয়েছেন তার উপর চালানোর জন্য পুরসভার নিকাশি বিভাগের ৯০টি গাড়িতে আগেই জিপিএস বসিয়েছিল কর্তৃপক্ষ। তাতে ভালোই সাড়া মিলেছে। কাদা তোলার কাজ ভালোই হচ্ছে। এই🔯 অবস্থায় এই বিভাগের আরও ১৬০টি গাড়িতে জিপিএস বসাতে চলেছে কলকাতা পুরসভা। অর্থাৎ কলকাতা পুরসভার নಌিকাশি বিভাগের সব গাড়িতেই এবার নজরদারি চালানো হবে। এর ফলে মেয়র পারিষদ তারক সিং বাড়িতে থেকেই এই কাজের ওপর নজরদারি চালাতে পারবেন। ঠিকমতো কাজ হচ্ছে কিনা তা দেখতে পারবেন।
আরও পড়ুন: সাফাই কর্মীদের কাজে 𒁃ফাঁকি রুখতে কী ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা
প্রসঙ্গত বর্ষা শুরু হয়ে গিয়েছে। তাই নিকাশি সমস্যার অভিযোগ আসতেই পারে। সেখানে কাজে বেরিয়ে পুরসভার গাড়ি বসে আছে নাকি চলছে তা জানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুরসভা🌠র অফিসগুলিতে আগেই নোটিশ দিয়েছিলেন কমিশনার বিনোদ কুমার। আচমকা পরিদর্শন করার পরামর্শও দেন কমিশনার। কিন্তু সব কাজই তো আর অফিসে বসে হয় না। অনেক কাজে ফিল্ড ওয়ার্ক করতে হয়। রাস্তায় নিকাশির কাজ করেন ফিল্ড ওয়ার্কাররা। অভিযোগ, তাঁরা গাড়ি নিয়ে বেরিয়েও কাজে ফাঁকি দেন। তাই সমস্যার সমাধানে জিপিএস ট্র্যাকিং–ই হাতিয়ার পুরসভার।
কলকাতা পুরসভার নিকাশি বিভাগে পলি তোলার জন্য ২৫০ টি গাড়ি রয়েছে। তার মধ্যে ৯০টি গাড়িতে আগেই জিপিএস বসানো হয়েছিল। এবার আরও ১৬০ টি বাড়িতে জিপিএস বসানো হলে এই বিভাগের সমস্ত গাড়িতেই জি꧅পিএস বসানোর কাজ সম্পন্ন হবে। ফলে ঠিকমতো কাদা তোলা হচ্ছে কিনা তা বাড়িতে থেকেই জানতে পারবেন মেয়র পারিষদ। এর ফলে আদৌও কাজ হচ্ছে না কি গাড়ির ইঞ্জিন বন্ধ রয়েছে তাও জানতে পারছেন মেয়র পারিষদ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এর আগে গাড়িতে জিপিএস বসানোর পর পলি তোলার পরিমাণ অনেকটাই বেড়েছে। তাই সেই সাফল্যে উৎসাহিত হয়ে পুরসভার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত দু’বছরে অর্থাৎ ২০২০ থেকে ২০২২ সালে পলি তোলার কাজ হয়েছে তিন লক্ষ ৯২ হাজার ৬৪০ মেট্রিক টন। তারপরও নানা জায়গা থেকে অভিযোগ আসে। নিকাশি নালার পলি তোলার কাজে ♛গিয়ে কলকাতা পুরসভার গাড়ি কাজ না করে ꦑঅনেক সময় দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ। কাজে ফাঁকি দেন কর্মীরা। তাই সব গাড়িতেই জিপিএস ট্র্যাকিং বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। অন্যদিকে, সম্প্রতি সাফাই কর্মীদের কাজের ওপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।