ওএমআর শিট দেখার সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওএমআর শিট দেখ🔯তে পারবেন। এর আগে চাকরিপ্রার্থী ও বিতর্কিত চাকরি প্রার্থীরা আদালতের নির্দেশে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওএরআর শিট দেখার সুযোগ পেয়েছিলেন। সোমবার এই সময়সীমা বাড়ি🅰য়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
বিতর্কিত চাকরিপ্রার্থী🐠দের আইনজীবী 𒈔প্রমিত রায়ের অভিযোগ, তাঁর মক্কেলরাও ওএমআর সিট দেখার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা দেখায়নি সিবিআই।
এ নি🦩য়ে সিবিআই-এর ভূমিকা নিয়🍷ে ক্ষুব্ধ আদালত। বিচারপতি বলেন, যদি ৫৪ লক্ষ পরীক্ষার্থী তাঁদের ওএমআর দেখতে চান, তাহলে সিবিআইকে তাই দেখাতে হবে।
পড়ুন। উদ্বিগ্ন হাইকোর্ট, সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করলেন বিচ🌌ারপতি
পড়ুন। যাবজ্জীবন বন্দি দিদিকে মুক্তি দিতে কলকাতা হাইকোর্টে ব🐼োন, তারপ𒈔র কী ঘটল?
আদালতে সিবিআই জানায় এখন পর্যন্♏ত ২০০০ চাকরি 🗹প্রার্থী শিট দেখেছেন।
প্রসঙ্গত, এর আগে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পরীক্ষার্থীদের ওএমআর শিট দেখার সুযোগ করে দেয়। সিবিআই-এর কাছে আবেদন করলে তাঁরা তা দেখ🧸তে পারবেন। শুধু তাই নয় শিট নিয়ে যদি কোনও আপত্তি থাকে তবে তাঁরা তা আদালতে জানাতে পারবেন🌱।
প্রসঙ্গত, এসএসসি মামলায় ওএমআর শিটগুলি উদ্ধার হয় গাজিয়াবাদ থেকে। পরে সেই শিট হাই কোর্টে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকার🌳ী সংস্থা। তা পরীক্ষার্থীদের দেখার সুযোগ করে দেয় আদালত।
পড়ুন। বলুন আমি সর্বশক্তিমান…ক্ষমতা দেখাচ্ছেন? স্কুলের মাঠ নিয়ে রাজ্যক🐽ে তুলোধোনা হাইকোর্টের বিচারপতির
গত জানুয়ারিতেই আদালত জানিয়েছিল, মামলায় সঙ্গে যুক্ত কোনও বিতর্কিত চাকরিপ্রাপক তাঁর ওএ𓆏মআর শ🔯িট হাই কোর্টের নজরদারিতে দেখতে পারবেন।
গত শুনানিতে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আরও জানায়, এই মামলায় সিবিআই এবং এসএসসি-র তরফে যে সমস্ত নথি জমা দেওয়া হয়েছে, তা চাইলে পরীক্ষার্থীরা দেখতে পারেন। ত🔯বে তার জন্য আদালতে আবেদন জানাতে হবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে।
এ ছাড়া আদালত বলে, এই মামলার সঙ্গে যুক্ত নন 🐻এমন কেউ যদি মামলা সংক্রান্ত কোনও তথ্য আদালতে জমা দিতে চান তা হলে তা তাঁরা দিতে পারেন।