ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের তিন সরকဣারি হ💫াসপাতালে এই মারণ রোগের চিকিৎসার জন্য টার্শিয়ারি সেন্টার তৈরি করছে স্বাস্থ্য দফতর। এর জন্য ওই তিন হাসপাতালে ইতিমধ্যে ভবন তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি রয়েছে পরিকাঠামো তৈরি কাজ। দুর্গাপুজোর মধ্যে সেই কাজ শেষ করা হবে বলে সূত্রের খবর।
মঙ্গলবার নিউটাউনে নেতাজি সুভাষ বোস ক্যান্সার হাসপাতালের উদ্বোধনে গিয়েছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি নিউজ এইট্টিনকে এ খবর জানিয়েছেন। এই পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালের মধ্যেই আলাদা ভবন তৈরির ক⭕াজ প্রায় শেষের পথে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব।
রাজ্যের যে তিন হাসপাতালে ক্যানসার চিকিৎসার টার্শিয়ারি সেন্টার করা হবে সেগুলি হল, সাগর দত্ত হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুর🔥্শিদাবাদ মেডিক𒅌্যাল কলেজ হাসপাতাল। এই হাসপাতালগুলিতে ক্যানসার চিকিৎসার আলাদা ভবন তৈরি করা হচ্ছে টার্শিয়ারি সেন্টারের জন্য। সেখানে বসবে ক্যান্সার চিকিৎসার অ্যাধুনিক যন্ত্র।
♉স্বাস্থ্যসচিব জানিয়েছেন, কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করা হবে। চলতি বছরের দুর্গাপুজোর পর থেকে এই তিন টার্শিয়ারি সেন্টারে ক্যানসার চিকিৎসা চালু হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। এর পর উত্তরবঙ্গেও এই ধরনের টার্শিয়ারি সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে নবান্নের। রাজ্যের এই উদ্যোগে বহু মানুষ🔯 উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।