ফের আদিবাসীদের মিছিলে স্তব্ধ হাওড়া ব্রিজ সহ কলকাতা শহরের একাংশ। কুড়মিদের তপশিলি উপজাতির স্বীকৃতির দাবির বিরোধিতায় পথে নেমেছে একাধিক আদিবাসী সংগঠন। ধর্মতলায় রয়েছে তাদের সমাবেশ। তার জেরেই গোটা দক্ষিণবঙ্গ থেকে এসে জড়ো হচ্ছেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। হা𒉰ওড়া ব্রিজ, ব্রেবোর্ন রোড ধরে তারা এগোচ্ছেন ধর্মতলার দিকে। যার ফলে ব্যস্ত সময়ে স্তব্ধ হয়ে রয়েছে গোটা এলাকা।
শুক্রবার সপ্তাহের শেষ কাজের দিন সকাল থেকেই হাওড়া স্টেশনে জমায়েত করছিলেন আদিবাসীরা। ৯টা বাজলে হাওড়া ব্রিজ দিয়ে কলকাতার দিকে এগোন শু🤡রু করেন তাঁরা। এর জেরে অবরুদ্ধ হয়ে গিয়েছে হাওড়া ব্রিজ। দুপাশে দাঁড়িয়ে পড়েছে সারি সারি বাস।
আদিবাসী সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম ফর অল আদিবাসী অর্গানাইজেশনসের তরফে জানানো হয়েছে, যে ভাবে কুর্মিরা আদিবাসীর স্বীকৃতি পাওয়ার দাবি করছে তা অবৈধ। তাদের পিছনে মদত দিচ্ছেন রাজনৈতিক নেতারা। এতে প্রকৃত আদিবাসীদের অধিকার খর্ব হচ্ছে। শুধু ট্রেনে নয় বিভিন্ন গাড়িতে করেও ধর্মতলার সমাবেশে꧑ যোগদান করতে আসছেন আদিবাসীরা। যার ไফলে কলকাতায় ঢোকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তৈরি হয়েছে। যার ফলে ভোগান্তিতে অফিসমুখি জনতা।