যাত্রী সাথী অ্যাপে এবার বড় সাফল্য। পরিসংখ্য়ান বলছে অন্তত এক লাখ অতিরিক্ত যাত্রী এবার যাত্রী সাথী অ্য়াপের মাধ্যমে গাড়ি ভাড়া করেছিলেন। এককথায় যাত্রী সাথী অ্যাপের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। সব মিলিয়𓆏ে দেখা যাচ্ছে দুর্গাপুজোর মরশুমে যাত্রী সাথী অ্যাপে ব্যবহারকারীর সংখ্য়া একেবারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
পরিসংখ্যান বলছে, ১৫ অক্টোবর যাত্রী সাথী অ্যাপে ৫,৩৯,৫৩৫জন যাত্রী নথিভুক্ত করেছিলেন। ২৬ অক্টোবর সেই সংখ্য়াটা বেড়ে দাঁড়ায় ৬,৪০🧜,৭৮৬জন। তাহলে ১১দিনে ব্য়বহারকারীর সংখ্য়া বেড়েছে ১,০১,২৫১জন।
মূলত কলকাতার রাস্ত🤪ায় এখন অ্যাপ ক্যাবেরই রাজত্ব। এই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে চালক ও যাত্রীদের মধ্য়ে একটা সমণ্বয় করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে যাত্রীরা যেমন সহজেই এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করতে পারবেন। তেমনি চালকও এতে লাভবান হবেন। রাস্ত🌞ায় দাঁড়িয়ে ট্যাক্সির জন্য হাঁক পাড়তে হবে না। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে চালকের আয় আগের তুলনায় কিছুটা বেড়েছে। আবার যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে না। একেবারে মেপে মেপে টাকা দিচ্ছেন যাত্রীরা। সুবিধা হয়েছে দু পক্ষেরই। কোথাও কোনও কারচুপির ব্যাপার নেই।
দেখা যাচ্ছে ১৬ অক্টোবর থেকে๊ ২৬ অক্টোবর পর্যন্ত যত ট্রিপ কমপ্লিট করা হয়েছে তার সংখ্য়া๊ হল ৬৯,৫৫৩টি। আর চালকদের আয় প্রায় ২ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। খবর ওয়েস্ট বেঙ্গল ইন্ডেক্স সূত্রে।
এদিকে হিসাব বলছে অন্তত ৬০ শতাংশ হলুদ ও সাদা নীল ট্যাক্সি সরকারি এই অ্যাপের আওতায় এসেছে। মুখ্যমন্ত্রী এই অ্যাপের সূচনা൲ করেছিলেন। রাজ্যের পরিবহণ দফতরের উদ্যোগে এই অ্যাপ করা হয়েছে। মোটামুটি কলকাতা শহরে হলুদ ট্যাক্সি চলাচল করে ৭০০০ আর সাদা নীল ট্যাক্সি রয়েছে প্রায় ২৫০০টি। সব মিলিয়ে এই ট্যাক্সির সংখ্যা ৯৫০০টি। এই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে ট্যাক্সি চালক ও যাত্রীদে🧸র মধ্য়ে সমণ্বয় আরও বেড়েছে। আগের তুলনায় আরও বেশি করে ভাড়া পাচ্ছেন ট্যাক্সি চালকরা।