বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Exclusive Buddhadeb Bhattacharya: দাদাকে হারালাম! ভাওয়াইয়া থেকে বোরোলি, হলংয়ে বুদ্ধদেব, কান্নায় প্রাক্তন বনমন্ত্রী
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। বিরাট শূন্যতা। শোকস্তব্ধ সিপিএম নেতৃত্ব। শুধু সিপিএম নেতৃত্বই নয়, বহু সাধারণ মানুষের চোখেও আজ জল। একজন সহজ সরল রাজনীতিবিদকে হারাল গোটা দেশ। বিরাট শূন্যতা। গোটা রাজনৈতিক জীবনে বার বার ছুটে গিয়েছেন উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কোচবিহার থেকে শিলিগুড়ি বার বার গিয়ে পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। সেই দিনগুলোর স্মৃতি বার বার ফিরে আসছে উত্তরবঙ্গের সিপিএম নেতাদের মনে। উত্তরবঙ্গের প্রতি বুদ্ধদেবের ছিল আন্তরিক প্রেম। এখানকার লোকসংস্কৃতির প্রতি ছিল প♏্রবল টান।
বাংলার প্রাক্তন বনমন্ত্রী তথা কোচবিহারের সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায় বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা করꦐলেন হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিনিধির সঙ্গে। কথা বলতে বলতেই আবেগে কেঁদে ফেললেন বাংলার প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়।