৫০ নম্বর ওয়ার্ডের লড়াইটা নিঃসন্দেহে কঠিন ছিল এবার। এই ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী ছিলেন সজল ঘোষ। তৃণমূল ছেড়ে আসার পরে বিজেপির টিকিটে দাঁড়িয়ে তিনি কতটা দাগ কাটতে পারেন সেদিকেই নজর ছিল গোটা বাংলার। তবে সেই ওয়ার্ডে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছেন সজল ঘোষই। এদিক বিজেপির দাবি তৃণমূল থেকে বিজেপিতে আসার পরে নানা হেনস্থার শিকার হয়েছিলেন সজল ঘোষ। পুলিশ দিয়েও তাঁকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছিল। তবে সেই সজলেই আস্থা রাখলেন ওয়ার্ডের বাসিন্দারা। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে সজল ঘোষ বলেন, মানুষের হয়ে গেলাম। আমি ব্যক্তিগত সকলের কাছে যাব। বলব এসো সকলে মিলে এলাকার কাজ করি। কিন্তু এই জয় ব্যক্তি সজল ঘোষের নাকি বিজেপির জয়? সজল ঘোষের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জনগণের জয়। যারা নানা কথা বলছে তারা হতাশা থেকে বলছে। আমি বিজেপির, সজল বিজেপির।এটা থাকবেই চিরকাল। কিন্তু বিজেপি তো এই এলাকায় তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিল? সংবাদমাধ্যমের সামনে সজল ঘোষের দাবি, এটা তো হওয়ারই কথা। কলকাতায় যা করেছে। আমি সবসময় বলেছি আমার এলাকায় করতে পারবে না। করতে পারিনি। কারণ মানুষ আমার সঙ্গে ছিল। আমি মানুষের সঙ্গে ছিলাম। কোন দিকে নজর দেবেন? সজল ঘোষ জানিয়েছেন, সবদিকে নজর দেব।