জামিন পেলেন অনুব্রত মণ্ডল। প্রায় দু বছর পরে তিনি ফিরতে পারেন বীরভূমে। যে বীরভূমে অনুব্রত মণ্ডলের অঙ্গুলি হেলনে একটা গাছের পাতাও নড়ত না সেই অনুব্ꦛরত এতদিন কাটিয়ে এলেন তিহাড়ে। তবে সব দিক ঠিক থাকলে সꦿম্ভবত সোমবার তিনি মুক্ত পাবেন। কিন্তু এবার প্রশ্ন ঠিক কোন সওয়ালের ভিত্তিতে জামিন পেলেন অনুব্রত?
আসলে অনুব্রতর আইনজীবী দাবি করেছিলেন গরু পাচারের টাকা যে সরাসরি অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে এসেছে তার কোনও প্রমাণ দেখꦦাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে অনুব্রতর জামিন পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই স্বস্তিতে তৃণমূল।
এবার অনুব্রত বীরভূমে ফিরলে ঠিক কী ধরনের অভ্যর্থন🅘া দেওয়া হয় তাকে সেটাও দ♉েখার। সব মিলিয়ে সিউড়িতে শুরু হয়ে মিষ্টিমুখ। বীরভূমের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আবীর খেলা। উচ্ছাস প্রকাশ করছে তৃণমূল।
এদিকে অনুব্রতর জামিনের পেছনে একাধিক শর্ত আরোপ করেছে আদালত। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। দিল্লি ও বীরভূমে অনুব্রতর𒈔 বসবাসের ঠিকানা আগাম জানিয়ে রাখতে হবে অনুব্রত মণ্ডলকে।
২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করেছিল সিবিআই। একই মামলায় ১৬ নভেম্বর তাকে গ্রেফতার করেছিল ইডি। সেবার একেবারে বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডল꧙কে। সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল।