'সংবাদমাধ্যমের থেকে খবর পেলাম এই জেলায় যে মন্ত্রী রয়েছেন, কারামন্ত্রী, তি🔥নি ইনকাম ট্যাক্সের নোটিশ পেয়েছꩲেন। তাঁর পুত্রও পেয়েছেন। ১৩ তারিখে আয়কর ভবনে ডেকেছে তাঁকে।' বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর যাঁকে নিশানা করে তাঁর এই বক্তব্য তিনি হলেন কারামন্ত্রী অখিল গিরি।
কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর পুত্রকে আয়কর দফতরের নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন খোদ রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর এই দাবিকে ঘিরে ইতিমধ্য়েই তোলপাড় রাজনৈতিক মহলে। একদিকে গোটা রাজ্য় জুড়ে তৃণমূলের একাধিক হেভিওয়েটের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ইডি। তার মাঝেই সামনে এল শুভেন্দুর এই দাবি।স্বাভাবিকভাবেই এনিয়ে তোলপাড়🎃 রাজ্য রাজনীতি। তবে অখিল গিরি নিজে অবশ্য ܫএই দাবি মানতে চাননি।
বাংলার রাজনৈতিক মহলে যে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক তাঁরা হলেন শুভেন্দু অধিকারী ও অখিল গিরি। একে অপরকে কোণঠাসা করতে চেষ্টার কোনও কসুর করেন না। তবে এবার সেই অখিল গিরিকে আয়কর দফতর 🐈নোটিশ পাঠিয়েছে বলে দাবি করেছেন 🐓খোদ শুভেন্দু। শুভেন্দু ঠিক কী বলেছেন সেটা জেনে নিন।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'সংবাদমাধ্যমের থেকে খবর পেলাম এই জেলায় যে মন্ত্রী রয়েছেন, কারামন্ত্রী, তিনি ইনকাম ট্ওযাক্সের নোটিশ পেয়েছেন। তাঁর পুত্রও পেয়েছেন। ১৩ তারিখে আয়কর ভবনে ডেকেছে তাঁকে।' এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
তবে অখিল গিরি নিজে অবশ্য এই দাবি উড়িয়ে দিয়েছেন। তবে বিষয়টি যে অনেকেই বলছেন সেকথা স্বীকারও করে নিয়েছেন তিনি।&nbsꦓp;
অখিল গিরি বলেন, না আমরা এখনও কোনও নোটিশ পাইনি। উনি তো অনেক সময় অনেক 🐟কথা বলেন। তবে আমরা নোটিশ পেলে বলব। নোটিশ পেলে নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ কর𝓡ব। কিন্তু আমরা এখনও নোটিশ পাইনি।তবে অনেকেই একথা বলছেন। কিন্তু আমরা নোটিশ পাইনি।
এদি🥂কে আয়কর দফতরের নোটিশ নিয়ে স্বাভাবিকভাবেই নানা জল্পনা ছড়িয়েছে। কে♔ ঠিক বলছেন, কে ভুল বলছেন সেটাও অনেকের কাছে পরিষ্কার নয়। তবে তার মধ্য়েই বোমা ফাটালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারির সম্পত্তি কীভাবে বৃদ্ধি পেয়েছে তার একেবারে হিসেব নিকেশ হাজির করেছেন তিনি। তবে শিশির অধিকারী দাবি, আয়কর সংক্রান্ত সব নথি রয়েছে। চাইলে দেখিয়ে দিতে পারেন।
তবে কার সম🌳্পত্তি কতদিনে রকেট গতিতে বাড়ল এনিয়ে বাংলার রাজনীতিতে নতুন করে হাওয়া উঠতে শুরু ক🌳রেছে। তবে সেটা ঝড় হয়ে কবে আছড়ে পড়বে সেটাই দেখার।