মুর্শিদাবাদের বেলডাঙায় হিন্দু বিরোধী হিংসায় গ্রেফতার অভিযুক্তদের ‘তৃণমূলের নিরপরাধ ছেলে’ বলে মন্তব্য করলেন ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুঁ কবির। মঙ্গলবার ফের এক✱বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মুখ খুলে ফ🔯িরহাদ হাকিমের তুমুল সমালোচনা করেন তিনি। আর তখনই বেলডাঙা হিংসায় ধৃতদের ‘তৃণমূলের নিরপরাধ ছেলে’ বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন - তৃণমূল💛ের কর্মসমিতির বৈঠকে একাধিক গুরু❀ত্বপূর্ণ সিদ্ধান্ত, বদলে গেল দলের খোলননচে
পড়তে থাকুন - বীরভূমে কার নেতৃত্বে চলবে তৃণমূল? কর্মসমিতির বৈঠকে স্পষ্ট করলেন মম🍨তা
এদিন হুমায়ুঁ বলেন, ‘গত সাড়ে তিন বছর ধরে ববি হাকিম মুর্শিদাবাদ জেলা দেখছে। এই সময়ের মধ্যে তিনি মুর্শিদাবাদ জেলা ২০ জন বিধায়কের সঙ্গে🌄 কতবার কথা বলেছেন? তাদের কোনও অভাব অভিযোগ শুনেছেন? তাদের কোনও বিষয় নিয়ে আলোচনায় হস্তক্ষেপ করেছে?’
এর পরই বেলডাঙা হিংসা প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। বলেন, ‘বেলডাঙায় গণ্ডগোল হল। সেখানে কোথায় ববি হাকিমের ইন্টারেস্ট ছিল? কোনও বিপদগ্রস্ত মানুষের পাশে সে দাঁড়িয়েছে? খোঁজ নিয়েছে? সেখনে আমা🐓দেরকেই ফেস করতে হয়। মুর্শিদাবাদের মানুষ ভোট দিয়ে সরকার গঠন করবে আর সেই সরকারের ওপর বুলডোজার চলবে। সেই সরকারের ওপর পুলিশ প্রশাসন মামলা করে দেবে, সেই ꦑসরকারের নিরপরাধ তৃণমূলের ছেলেদের ধরে পুলিশ লক আপ করে দেবে, এটা সমাধান?’
আরও পড়ুন - মুখপাত্রের পদইও পড়ে পাওয়া চোদ্দ আনা অভিষেকের, দল🎃ের রাশ হাতে রাখলেন মমতাই
বলে রাখি, লোকসভা ভোটের আগে বেলডাঙায় এক সভা থেকে বিরোধীদের ২ ঘণ্টার মধ্যে মেরে ভাগিরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন হুমায়ুঁ। সম্প্রতি কলকাতা পুরস▨ভার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের পুলিশমন্ত্রী করার দাবিতে লাগাতার সরব হয়েছেন তিনি। অভিষেক রাজ্য মন্ত্রিসভায় এলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ও দলের জন্য তা ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।