অনুমতি থাকা সত্বেও বিজেপি বিধায়কদের কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে যেতে বাধা দিল পুলিশ। সোমবার বিকেলে এই নিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়করা। 🔯কিছুক্ষণ💖 কলকাতায় বাংলাদেশের উপ-রাজদূত নিজে বাইরে এসে বিজেপি বিধায়কদের উপদূতাবাসের অভ্যন্তরে নিয়ে যান।
আরও পড়ুন - নীতি আয়োগের💛 বৈঠকে নিয়ম ভে♌ঙে মমতাকে আগে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছিল
পড়তে থাকুন - পশ্চিমবঙ্গ থেকে যে কর সংগ্রহ হয় তার দ্ব🤡িগুণ টাকা ফেরত পাঠায় কেন্দ্র
বিজেপির তরফে জানানো হয়েছে, রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যু ও বাংলাদেশের অভ্যন্তরে ভারতবিরোধী কার্যকলাপ নিতে তথ্য দিতে সোমবার বিকেলে বাংলাদেশের উপ-রাজদূতের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন বিজেপি বিধায়করা। অনুমতি মেলে বাংলাদেশের উপদূতাবাস থেকে। সোমবার বিকেল ৫টায় ছিল দেখা করার সময়। কিন্তু তার আগে ব্যারিকেড করে উপ-দূতাবাসের প্রবেশ পথ আটকে দেয় পুলিশ। শুভেন্দুবাবুরা স🦩েখানে পৌঁছলে তাঁদের এগোতে বাধা দেওয়া হয়। তাঁদের কাছে অনুমতিপত্র দেখতে চায় পুলিশ। এর পরই পুলিশের সঙ্গে তীব্র বিতণ্ডা শুরু হয় বিজেপি বিধায়কদের। কিছুক্ষণ পর ডেপুটি হাইকমিশনার নিজে বেরিয়ে এসে বিজেপি বিধায়কদের আমন্ত্রণ🏅 জানিয়ে ভিতরে নিয়ে যান।
বিজেপির তরফে জানানো হয়েছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে যেভাবে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা 𒀰অনুপ্রবেশ ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি বিধায়করা। সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু জায়গায় ভারতবিরোধী কার্যকলাপ চলছে বলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। সেই সংক্রান্ত ভিডিয়ো উপ-রাজদূতের হাতে তুলে দেন তাঁরা।
আরও পড়ুন - BJPকে ভোট দ༒িলে শেষকৃত্যে অংশগ্রহণ করবেন না বলে মুসলি𝐆মদের হুমকি দিয়েছেন ইমামরা
এদিন শুভেন্দুবাবু 𒀰বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে গোটা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তার পর রোহিঙ্গাদের খুঁজে বার করে ফেরত পাঠানো হবে। যে সব জায়গায় বিএসএফকে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি সব জায়গায় বিএসএফ চৌকি বানানো হবে।