তৃণমূলের একাংশের ক্ষোভকে উপেক্ষা করেই জেলায় জেলায় ফের কাজ শুরু করল আইপ্যাক। মঙ্গলবার বিভিন্ন জেলায় আইꦑপ্যাকের তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি নতুন করে জাগিয়ে তোলা হয়েছে। দলের নেতা, সাংবাদিক ও আইপ্যাকের প্রতিনিধিদের নিয়ে তৈরি সেই গ্রুপগুলি দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল।
পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা বিতর্কের পর থেকেই আইপ্যাকের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন দলের একাধিক নেতা। তাতে নেতৃত্ব দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়, দলের শীর্ষনেতৃত্বের অনুমোদন ছাড়াই পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীতা🐻লিকা ওয়েবসাইটে আপলোড করেছে আইপ্যাক। এই নিয়ে দড়ি টানাটানি এমন জায়গায় পৌঁছয় যে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে দেয় আইপ্যাক। যার জেরে সংস্থার সঙ্গে তৃণমূলের বিচ্ছেদ প্রায় সময়ের অপেক্ষা বলে মনে করছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত বরফ গলেছে বলে সূত্রের খবর।
মঙ্গলবার একাধিক জেলায় আইপ্যাকের তৈরি গ্রুপগুলিতে নতুন করে গতিবিধি শুরু হয়েছে আইপ্যাকের তরফে এক মেসেজে সাংবাদিক ও তৃণমূল নেতৃত্বের কাছে একাধিক বার্তা দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে জেলার সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে। এমনকী তৃণমূলের প্রতিটি সাংগঠনিক জেলায় একজন কর𒅌ে আধিকারিক নিয়ো꧙গ করেছে আইপ্যাক।