রাজ্য পুলিশ। নানা ধরনের অপরাধের কিনারা করে পুলিশ। আবার অনেক ক্༺ষেত্রে পারেও না। সেকারণে কথাও শুনতে হয় পুলিশকে। তবে এবার সেই পশ্চিমবঙ্গ পুলিশ কার্যত ক🎉্রাইম থ্রিলার বানিয়ে ফেলেছে। নাহ সবটা একেবারে গল্প এমনটা নয়। সত্যি ঘটনা অবলম্বনে। একবার দেখলে আর নাকি উঠতে ইচ্ছে করবে না।
এ📖ক্স হ্যান্ডেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখেছে, ‘মানুষ বড় সস্তা, কাটো আর ছড়িয়ে দাও।’ ক্রাইম সিরিজের ক্যাচলাইন।
এরপর লেখা হয়েছে ৬৫ಌ বছর আগের ঘটনা। কলকাতা পার্কে ছড়িয়ে রাখা হয়েছিল এক মহিলার দেহ। যুগান্তর কাগজে মোড়া ছিল সেই দেহের টুকরো।
কে সেই মহিলা? কে তাকে খুন করেছিল? কেন?
প্রশ্ন তুলেছে রাজ্য পুলিশ।ভারতের অন্যতম হাড়হিম খুনের ঘটনা। দেখুন ক্রা﷽ꦺইম ক্রনিকল। লিখেছেন রাজ্য পুলিশ।
কী রয়েছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োটা শুরু হচ্ছে অনেকটা এই রকমভাবে।
৩০শে জানুয়ারি ১৯৫৪। কালীঘাট রিফিউজি মার্কেট।
সকাল ৫টা ৩০।
বলা হচ্ছে, ওখানে কী পড়ে রয়েছে। কালীঘাট বাস্তুহারা মার্কেটের সাফাইকর্মী বিশু লক্ষ্য করলেন কাগজে মোড়া ꦛমানুষের আঙু♎ল।
এরপর বিশু যা দেখলেন দুটো হাতের খণ্ড খণ্ড টুকরো।