অনশন তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ধর্মঘটও উঠে গিয়েছে। এবার প্রশ্ন তবে কি রণেভঙ্গ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা? বিষয়টি তেমন নয়। কল্যাণী মেডিক্যালের গণকনভেনশনের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্♛তাররা। তবে শেষ মুহূর্তে বাতিল করা হল সেই কনভেনশন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও কল্যাণী রে🃏সিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি গণকনভেনশনের আয়োজন করা হয়েছিল। সেই গণকনভেনশনের অনুমতিও মিলেছিল। তবে শেষ মুহূর্তে সেই গণকনভেনশন বাতিলও করে দেওয়া হয়। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ নানা কারণ দেখিয়ে সেই কনভেনশন বাতিল করে দিয়েছে বলে খবর।
মূলত দুর্যোগের কারণ দেখিয়ে সেই কনভেনশন বাতিল করে দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যুর আশঙ্কা রয়েছে। এসি লাইট ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা দরকার। এই সমস্ত বিষয়কে সামনে রেখে এই গণকনভেনশনের 🐻আর অনুমতি দেওয়া হয়নি। এদিকে আচমকা এই কন𓄧ভেনশন বাতিল করে দেওয়া নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল জানিয়ে দিয়েছেন সেই চিঠিতে দুর্যোগের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে শনিবার সেই গণকনভেনশন হওয়ার কথা ছিল। সেটা বাতিল হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে ইতিমধ্য়েই নানা প্রশ্ন উঠছে। অনুমতি দেওয়ার পরেও কেন ফিরিয়ে নেওয়া হল তা নিয়ে বিতর্ক তুঙ্গে। তবে তার জেরে গণকনভেনশন হবে না তা নয়। গণকনভেনশ ক♏ালই হবে। তবে কেবলমাত্র জায়গার পরিবর্তন করা হচ্ছে। অন্য একটি হলে হবে সেই কনভেনশন।
আরজি করে নির্যাতিতার বি🤪চারের দাবিতে এই গণকনভেনশনের আয়োজন করা হচ্ছে।