ফের বিশ্বের দরবারে বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানের জয়জয়কার। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও অন্যদিকে খড়গপুর আইআইটি। QS World University'র Ranking অনুসারে দেশের শ্রেষ্ঠ তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে অন্যতম হল খড়গপুর আইআইটি। অন্যদিকে আর্টস ও হিউম্যানিটিজের ক্ষেত্রে দেশের সেরা পাঁচটির মধ্যে অন্যতম বাংলার যাদবপুর।তবে শুধু দেশের নিরিখে নয়, গোটা বিশ্বের নিরিখেও উল্লেখযোগ্য স্থান অর্জন করেছেন বাংলার এই দুই বিশ্ববিদ্যালয়। আর্টস ও হিউম্যানিটিজের নিরিখে দেশের সেরা ৫০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম যাদবপুর বিশ্ববিদ্যালয়। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে যাদবপুর গোটা দেশের মধ্যে একমাত্র রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় যেটি সেরা ৫০০র মধ্যে স্থান অর্জন করতে পেরেছে।অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিগত ক্ষেত্রে সেরাদের তালিকায় ১০১ নম্বর স্থানে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটা এই বাংলারই। তার নাম খড়গপুর আইআইটি। শুধু তাই নয়, অন্তত ১৯টি বিষয়ের নিরিখে সেরা ১০০র মধ্যে জায়গা দখল করেছে এই বিশ্ববিদ্যালয়। কিছুক্ষেত্রে তার স্থান গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে। দেশের অন্য়ান্য বিশ্ববিদ্যালয়ের নিরিখে এগ্রিকালচার ও ফরেস্টি এবং স্ট্যাটিসটিক্স ও অপারেশনাল রিসার্চে এই বিশ্ববিদ্যালয়ের স্থান একেবারে ১ নম্বরে। মিনারেল ও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ও পরিবেশবিদ্যাতেও এই বিশ্ববিদ্যালয়ের স্থান দ্বিতীয়।