গত সেপ্টেম্বরে দেড়শো বছরে পা দিয়েছে দেশের সবচেয়ে পুরনো চিড়িয়াখানাগুলির মধ্যে একটি আলিপুর চিড়িয়াখানা। এবার কলকাতা পুরসভার হেরিটেজ বা ঐতিহ্যবাহী ভবনের তালিকায় স্থান পেল এই চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানাকে ‘গ্রেড ওয়ান হেরিটেজ’ হিসেবে তালিকাভুক্ত করেছে কলকাতাꦫ পুরসভা। এর স্বীকৃতি হিসেবে গত সোমবার আলিপুর চিড়িয়াখানার ঐতিহ্যবাহী ভবনে ‘নীল ফলক’ বসানো হয়েছে। চিড়িয়াখানার দরজায় ঐতিহ্যবাহী ভবনের স্মারক হিসাবে এই নীল ফলক বসানো হয়েছে।
আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষ𝐆িণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF
২০২২ সালে প্রথম ব্লু প্লাক বসানো হয়েছিল জান বাজারে রানি রাসমণির বাড়িতে। এছাড়াও, ভারতীয় জাদুঘর, পূর্ববর্তী রাজ্য সচিবালয় রাইটার্স বিল্ডিং, জেনারেল পোস্ট অফিস (জিপিও) এবং গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট-এর বিল্ডিংয়ে গ্রেড ১ হেরিটেজ নীল ফলক স্থাপন করেছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত পুরসভা কলকাতায় ৩৫০ টিরও বেশি হেরিটেজ বিল্ডিংয়ে নীল ফলক বসিয়েছে বলে কলকাতা পুরসভার একজন আধিকারিক জানিয়েছেন। সাধারণত নীল ফলকের মাধ্যমে ভবনের জাতীয় গুরুত্ব এবং ঐতিহাসিক তাৎপর্য বোঝানো হয়। ঐতিহ্ꦡযবাহী ভবনগুলির ইতিহাস ও তাৎপর্যকে সাধারণ মানুষের সꦦামনে তুলে ধরতেই পুরসভার এই উদ্যোগ।
কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, কলকাতা পুরসভার তরফে জানা গিয়েছে, অনেকদিন ধরেই এই কাজ করা হচ্ছে। মূলত উত্তর কলকাতার অনেকগুলি ঐতিহ্যবাহী ভবনগুলিতে হেরিটেজের স্মারক হিসেবে নীল ফলক বসানো হয়েছে। আর পুজোর পর দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী ভবনগুলিতে নীল ফলক বসানোর কাজ শুরু হয়েছে বলে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন। এবিষয়ে আলিপুর জুলজিক্যাল গার্ডেনের অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, ‘আলিপুর চিড়িয়াখানাকে ঐতিহ্যবাহী সাইট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য পুরসভা কর্তৃপ🃏ক্ষকে ধন্যবাদ জানাই। পুরসভার এই উদ্যোগে আমরা অত্যন্ত খুশি।’
উল্লেখ্য, ১৮৭৫ সালের ২৪ সেপ্টেম্বর আলিপুরে তৈরি হয় চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানায় এখন প্রাণীর সংখ্যা প্রায় ২,০০০। বছরে প্রায় ৩৮ লক্ষ পর্যটক আসেন এই চিড়িয়াখানায়। তাছাড়া, এই চিড়িয়াখানায় নতুন প্রাণী প্রায়ই আনা হয়ে থাকে। সপ্তাহ খানেক আগেই আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছে একটি আলপাকা। সাধারণত পেরুর আন্দিজের পাদদেশে এই প্൩রাণী দেখতে পাওয়া যায়। এই প্রাণীটি হল উট ও লামার প্রজাতির।