শীত মানেই কমলালেবু, চিড়়িয়াখানা, জমিয়ে খাওয়া। আর শীত মানেই বইমেলা। এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে ৩০ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। এবার সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে হবে কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য 𓂃নিঃসন্দেহে সুখবর। করোনার দাপট অনেকটাই কমেছে। সেক্ষেত্রে আশা করা যায় এবার কলকাতা বইমেলাতে ক⛦ার্যত জনতার ঢল নামবে।
বুধবার সাংবাদিক বৈঠকে গিল্ডের তরফে দিন ঘোষণা করা হয়েছে। এবছর থিম দেশ হচ্ছে স্পেন। গত বছরের তুলনায় এবার স্টলের সংখ্য়া আরও বাড়বে। গতবার ছিল ৫৭০টি স্টল। এবছর তার থেকেও বেশি স্টল হবে বইমেলাতে। তবে শুধু বড় 💖প্রকাশনীই নয়, গতবারের মতোই এবার লিটল ম্যাগাজিনের স্টলও থাকবে বইমেলাতে। প্রতি বছর লিটল ম্যাগাজিনের টানেও প্রচুর বইপ্রেমী কলকাতা বইমেলাতে আসেন। এবার শিল্পী শুভাপ্রসন্ন বইমেলার লোগো তৈরি করবেন।
গোটা দেশ থেকেই বইপ্রেমীরা আসেন কলক💙াতা বইমেলায়। এককথায় বড় উৎসব কল🔯কাতার বুকে। নানা বিষয় নিয়ে চর্চাও চলে পুরোদমে।তবে মোবাইলে বুঁদ হয়ে থাকা আমজনতা কতটা এবার বইমেলা মুখী হবেন তা নিয়ে বড় প্রশ্ন। তার থেকেও বড় প্রশ্ন বইয়ের প্রতি সেই আগের মতো টান কি বঙ্গবাসীর আছে?
তবে কলকাতা বইমেলা মানেই অন্যরকম আবেগ। সেই আবেগে গা ভাসাতে চান সকলেই। দেশ বিদেশ থেকেও আসেন বইপ্রেমীরা। একদিকে বইপ্রেমীরা, অপরদিকে বই প্রকাশনার সঙ্গে যুক্ত অনেকেই তাকিয়ে থাকেন কলকাতা বဣইমেলার দিকে। শুধু বইয়ের বিকিকিনিই নয়, বইমেলাকে কেন্দ্র করে যেন মিলনক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। সেই বইমেলাই এবার দোরগোড়ায়। প্রতীক্ষার অবসান হবে আগামী বছরের প্রথম মাসেই। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।