দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে স্কাইওয়াক তৈরির ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই মতোই স্কাইওয়াক তৈরির কাজ চলছে কালীঘাটে। এখানে ব্রিটিশ আমলের ব্রিক সুয়ারেজ এবং ইঁটের নিকাশি নালা রয়েছে। তাই সর্তকতা অবলম্বন করে কাজ সম্পন্ন করতে চাইছে নির্মাণকারী সংস্থা। তবে বউবাজারে মেট্রোর কাজের ফলে যেভাবে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত ⛎হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে কালীঘাটে না হ🐷য় তা নিয়ে নির্মাণকারী সংস্থাকে সতর্ক করল কলকাতা পুরসভা।
গতকাল এনিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পুরসভার কমিশনার বিনোদ কুমার, রাজবাড়ীর বিধায়ক দেবাশিস কুমার এবং অন্যান্য কাউন্সিলর ও পুর ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে সর্তকতা অবলম্বন করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, কলকাতা পুরসভার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যাতে কাজ শেষ হয় সে বিষয়টির দিকে নজর রাখছে নির্মাণকারী সংস্থা। মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘যেখানে কালীঘাট স্কাইওয়াকের জন্য ভিত্তিপ্রস্তর তৈরি হচ্ছে সেখ🐼ানে পুরনো ইঁটের তৈরি নাকাশি না🎃লা রয়েছে। এছাড়া পানীয় জলের পাইপ-সহ বেশকিছু পরিকাঠামো আ𝓀ছে। সে সমস্ত বাঁচিয়ে কাজ করার জন্য নির✱্মাণকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য ১৫ দিন পর পর এ বিষয়ে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’