শতাধিক ইন্টার্ন চিকিৎসক-সহ ৬০০ ছাত্রছাত্রীর বিক্ষোভে অচলাবস্থা দেখা দিল কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত কলকাতার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।গত শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে ঘোষণা করা হয়, সোমবার থেকে কোভিড হাসপাতাল হিসেবে পরিষেবা দেওয়া শুরু করবে কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতাল। কিন্তু সরকারি ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তাঁদের দাবি, কোভিড হাসপাতাল হিসেবে পরিষেবা দেওয়া শুরু হলে সেখানে সাধারণ রোগীদের চিকিৎসা বন্ধ হয়ে যাবে। এর জেরে ক্ষতিগ্রস্ত হবে ইন্টার্নদের বিভিন্ন মেডিক্যাল কোর্সের পঠনপাঠন, ক্লিনিকাল ও প্র্যাক্টিক্যাল ক্লাসগুলি। সরকারি নির্দেশে নিজেদের পেশাগত ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে অভিযোগ করে ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন কলেজের অধ্যক্ষ এবং স্বাস্থ্য ভবনে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি কাজও বন্ধ করেছেন ইন্টার্নরা। তাঁদের দাবি না মানা পর্যন্ত কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন বিক্ষোভরত চিকিৎসকরা।