আগামী শনিবার ও রবিবার ফুড সাব-ইনস্পেক্টর পদে নিয়োগের পরীক্ষা আছে। আর সেই দু'দিন শিয়ালদা ডিভিশনে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবেন, তা নিয়ে উদ্বেগে পড়ে গিয়েছেন প্রার্থীরা। তারইমধ্যে রবিবার কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (ব্লু লাইন) বাড়তি পরিষেবা মিলবে। বুধবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সাব-অর্ডিনেট ফুড সাপ্লাইস সার্ভিসে সাব-ইনস্পেক্টর (গ্রেড-থ্রি) নিয়োগের পরীক্ষার জন্য রবিবার সকালে নির্ধারিত সময়ের আগে থেকেই মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। নর্🍃থ-সাউথ করিডরে মোট চারটি স্পেশাল মেট্রো চালানো হবে।
নর্থ-সাউথ করিডরে প্রথম স্পেশাল মেট্রো পরিষেবার টাইমটেবিল
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৮ টা।
২) কবি সুভাষ থেকে দক্ষিণ🎶েশ্বর: সকাল ৮ টা ১৫ মিনিট।
নর্থ-সাউথ করিডরে দ্বিতীয় স্পেশাল মেট্রো পরিষেবার টাইমটেবিল
১) দক্ষিণেশ্ব♑র꧃ থেকে কবি সুভাষ: সকাল ৮ টা ২৮ মিনিট।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকা🎃ল ৮ টা ৪০ মিনিট।
আরও পড়ুন: Soham Chakraborty: ক্যাডবেরির মধ্যে 𝓡ঘুর🦄ে বেড়াচ্ছে কৃমি! প্যাকেট খুলতেই চমকে উঠলেন, ক্ষুব্ধ সোহম
এমনিতে রবিবার সকাল ন'টা থেকে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (ব্লু লাইন) পরিষেবা শুরু হয়। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সাব-অর্ডিনেট ফুড সাপ্লাইস সার্ভিসে সাব-ইনস্পেক্টর (গ্রেড-থ্রি) নিয়োগের পরীক্ষার জন্য ১৭ মার্চ সকাল আটটা থেকে পরিষেবা শু🍌রু হবে। প্রথম ঘণ্টায় আপ-ডাউন মিলিয়ে চারটি মেট্রো চলবে। তারপর যেমন রবিবারের সূচি মেনে মেট্রো চলাচল করে, সেরকমভাবেই পরিষেবা মিলবে। অর্থাৎ অন্য রবিবার যেখানে ১৩০টি মেট্রো চলাচল করে। ১৭ মার্চ সেখানে ১৩৪টি মেট্রো চালানো হবে। তবে সেদিন শেষ মেট্রোর সময় পালটানো হয়নি। অন্যান্য রবিবারের মতোই সেদিন শেষ মেট্রো মিলবে।
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৪০𒅌 মিনিট।
২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট।
৩) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট।
শনিবার (১৬ মার্চ) কখন থেকে প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে?
১) কবি꧃ সুভাষ থেকে দক্ষি🦄ণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।
২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা।
৩) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট।