পার্থ টেস্টের প্রথম একাদশে রীতিমতো চমক দিতে চলেছে ভারত। চেনা ছকের বাইরে হেঁটে অজিদের বিপাকে ফেলতে তৎপর টিম ইন্ডি🗹য়া। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার কম্বিনেশন ভারতীয় দলকে উদ্দীপ্ত করছে সাহসী সিদ্ধান্ত নিতে।
সম্প্রতি বিদেশের মাটিতে যখনই একজন স্পিনারে দল সাজানোর প্রয়োজন পরে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রাধান্য দেয় রবᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚীন্দ্র জাদেজাকে। ব্যাটের হাত তুলনায় ভালো বলেই অশ্বিনকে টপকে মাঠে না🍷মার সুযোগ পেয়ে যান জাদেজা। অথচ বিদেশের মাঠে অশ্বিনের পারফর্ম্যান্স নিতান্ত মন্দ নয়।
তবে এবার 🅘নিজেদের সেই ধারণা থেকে সরে আসতে পারে টিম ইন্ডিয়া। তারা পার্থ টেস্টে মাঠে নামাতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে, এমনটাই খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। তাই যদি হয়, তবে পার্থে অশ্বিনই হবেন ভারতীয় দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার।
আসলে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া🌳র টপ-মিডল অর্ডারে অন্তত তিনজন বাঁ-হাতি ব্যাটার থাকতে পারেন। সেই কারণেই অভিজ্ঞ অফ-স্পিনারকে ব্যবহার🌸 করতে চাইছে ভারতীয় দল।
পার্থের অপটাস স্টেডিয়ামের বাইশগজ সবুজ ঘাসে মোড়া। দূর থেকে রং দেখে পিচ আর আউটফিল্ডের তফাৎ বোঝা মুশকিল। শুধু এটুকু বোঝা যাচ্ছে যে, রোল করার ফলে বাইশগজের রং তুলনায় হালকা। অবশ্য পার্থের পিচ বরাবর এমনটাই হয়। পিচে ঘাস ছাড়া থাকে পর্যাপ্ত। এবারও পার্থের কিউরেটর স্পষ্ট জানিয়েছেন যে, গতি ও বাউন্সে ভরা সবুজ বাইশগজে খেলা হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। সুতরꦜাং, এমন পিচে পেসারদের ভূমিকাই প্রধান হতে চলেছে।
তবে অজি স্পিনার নাথান লিয়ন এতদিনে প্রমাণ করে দিয়েছেন যে, পারথের পিচে স্পিনারদের সফল হওয়ার সম্ভাবনাও বিস্তর। কেননা অপটাস স্টেডিয়াম যে চারটি টেস্ট খেলা হয়েছে, তাতে প্রচুর উইকেট নিয়েছেন তিনি। এই মাঠে টেস্টে সব থেকে বেশি ২৭টি উইকেট নিয়েছেন লিয়ন। সুতরাং, বোঝাই যাচ্ছে যে, স্পিনারদের ভূমিকাও শেষমেশ গু💎রুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে পার্থ টেস্টে। সেই কারণেই বুঝে শুনে কম্বিনেশন নির📖্ধারণ করতে চায় টিম ইন্ডিয়া।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের স্কোয়াডে আরও একজন অফ-স্পিনার রয়েছেন, যাঁর ব্যাটের হাত মন্দ নয়। ওয়াশিংটন সুন্দর নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়েছেন। তবে টিম ইন্ডিয়া সম্ভবত অশ্বিনের অভিজ্ঞতায় আস্থা রাখত𒁏ে চাইছে। তাছাড়া অশ্বিনও ব্যাটার হিসেবে নিজেকে আরও পরিণত করে তুলেছেন। চাপের মুখে ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে পারেন তিনিও। তাই শুধুমাত্র ব্যাটিংয়ের ভিত্তিতে বিশেষজ্ঞ স্পিনার বাছতে নারাজ গম্ভীররা।
উল্লেখ্য, অশ্বিনকে খেলালে ভারতকে বসাতে হবে রবীন্দ্র জাদেজাকে, যিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টর দুই ইনিংসেই ৫ উইকেট দখল করেন। টিম ইন্ডিয়া ত💝িন বিশেষজ্ঞ পেসারের সঙ্গে সম্ভবত মাঠে🤪 নামাতে পারে পেসার অল-রাউন্ডার নীতীশ রেড্ডিকে।