দীর্ঘ এক দশক বর্ডার-গাভাসকর ট্রফি অ🍷ধরা অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে শেষ ২টি টেস্ট সিরিজে টিম ইন্ডি🅘য়ার কাছে পরাজিত হয়েছে অজিরা। এবার হিসাবটা বদলে দিতে মরিয়া প্যাট কামিন্সরা। যদিও বর্ডার গাভাসকর ট্রফির ইতিহাস বলছে অন্য কথা। দুই কিংবদন্তি ক্রিকেটারের নামাঙ্কিত এই টেস্ট সিরিজের ইতিহাসে ভারত বরাবর দাপট দেখিয়েছে। আপাতত ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দেখে নেওয়া যাক বর্ডার-গাভাসকর ট্রফিতে মুখোমুখি সাক্ষাতে পাল্লা ধুঁকে কাদের দিকে।
টেস্টে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
১. বর্ডার-গাভাসকর ট্রফির অধীনে ভারত ও অস্ট্রেলিয়া একে-অপরের বির🉐ুদ্ধে মাঠে নꦇেমেছে মোট ৫৬টি টেস্টে। অস্ট্রেলিয়া জিতেছে ২০টি ম্যাচ। ভারত জিতেছে ২৪টি টেস্ট। ১২টি টেস্ট ড্র হয়েছে।
২. ভা🐻রত ও অস্ট্রেলিয়া ১৯৯৬-৯৭ মরশꦓুম থেকে বর্ডার-গাভাসকর ট্রফির মোট ১৬টি টেস্ট সিরিজ খেলেছে। অস্ট্রেলিয়া জিতেছে ৫টি সিরিজ। ভরাত জিতেছে ১০টি সিরিজ। ২০০৩-০৪ মরশুমে ১টি টেস্ট সিরিজ ১-১ ড্র হয়।
৩. বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ৫টি সিরিজের মধ্যে ভারত জিতেছে ৪টি সিরিজ। অস্ট্রেলিয়া জিতেছে ১টি সিরিজ। অস্ট্রেলিয়া শেষবার বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ২০১৪-১৫ মরশুমে। সেবার নিজেদের ডেরায় ৪ টেস্টের💦 সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে পরাজিত করে অজিরা।
বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ৫টি সিরিজের ফলাফল
১. ২০২৩-১৪ মরশুমে ভারত ৪ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যায়। অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে পরাজিত করে ভারতকে। অর্থাৎ, সিরিজের ২টি টেস্ট জেতে অস্ট্রেলিয়া। বাকি ২টি টেস্ট ড্র হ▨য়।
২. ২০১৬-১৭ মরশুমে ৪ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসে অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়া ২🌄-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। অর্থাৎ, সিরিজের ২টি টেস্ট জেতে ভারত। অস্ট্রেলিয়া জেতে ১টি টেস্ট এবং ১টি টেস্ট ম্যাচ ড্র হয়।
৩. ২০১৮-১৯ মরশুমে ৪ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যায় ভারত। টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফেরে। অর্থাৎ, সিরিজের ২টি টেস্ট জেতে ভারত﷽। অস্ট্রেলিয়া জেতে ১টি টেস্ট এবং ১টি টেস্ট ম্যাচ ড্র হয়।
৪. ২০২০-২১ মরশুমে ৪ টেস্টের সির♈িজ খেলতে ফের অস্ট্রেলিয়ায় যায় টিম ইন্ডিয়া। ভারতীয় দল সেবারও ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফেরে। অর্থাৎ, সিরিজের ২টি টেস্ট জেতে ভারত। অস্ট্রেলিয়া জেতে ১টি টেস্ট এবং ১টি টেস্ট ম্যাচ ড্র হয়।
৫. ২০২২-২৩ মরশুমে ৪ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসে অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। অর্থাৎ, সিরিজের ২টি𓆉 টেস্ট জেতে ভারত। অ🌄স্ট্রেলিয়া জেতে ১টি টেস্ট এবং ১টি টেস্ট ম্যাচ ড্র হয়।
অর্থাৎ, বর্ডার গাভাসকর ট্রফির শেষ ৪টি সিরিজ খেলা হয় ৪ ম্যাচের। প্রতিটি সিরিজের চূড়ান্ত ফলা﷽ফল দাঁড়ায় ২-১ এবং চারটি সিরিজই একই ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া।