করোনার বাড়বাড়ন্তের কারণে আগামিকাল (সোমবার) থেকে বিধিনিষেধ জারি হচ্ছে রাজ্যে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চালানোর নির্দেশ দিয়েছে নবান্ন। এই পরিস্থিতিতে আগামিকাল থেকে টোকেন বন্ধ হচ্ছে মেট্রোয়। শুধুমাত্র যাঁদের স্মার্ট কার্ড রয়েছে, তাঁরাই আপাতত মেট্রোয়।টোকেনের হাত বদলের ফলে করোনা সংক্রমনের সম্ভাবনা থেকেই যায়। তাছাড়া টোকেন চালু হওয়ার পর মেট্রোয় যাত্রী সংখ্যাও বেড়েছে। ফলে টোকেন বন্ধ করলে মেট্রোর যাত্রী সংখ্যা কমবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণে আগামিকাল থেকে মেট্রোয় টোকন দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।