অন্ধপ্রদেশে বাঙালি ছাত্রীর রহস্যমৃত্যুতে র্যাগিংয়ের অভিযোগ তুলেছে পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিচার চেয়ে💝 অন্ধ্রপ্রদেশের একটি আদালতের দ্বারস্থ হয়েছেন মৃত ছাত্রীর পরিবার। ওই ছাত্রীর নাম রীতি সাহা (১৭)। এই ষোড়শী টালিগঞ্জের বাসিন্দা। এই ঘটনার কথা জানতে পেরেই রবিবার মৃত ছাত্রীর পরিবারকে টেলিফোন করে তদন্তের আশ্বাস দিয়ে♛ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ঘটনায় খুনের মামলা দায়ের করল কলকাতা পুলিশ। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মৃত ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
এদিকে একটি টিম যাবে কলকাতা থেকে ভাইজ্যাকে। সেখানে গিয়ে তাঁরা এই খুনের ঘটনা সরেজমিনে তদন্ত করবে। বিশাখাপত্তনমে কলকাতার কিশোরীর মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার আশ্বাস দেওয়ার পর রবিবার নেতাজিনগরে এসে অরূপ বিশ্বাস বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে অবিলম্বে নেতাজিনগর থানায় এফআইআর দায়ের করা হবে। প্রয়োজন হলে সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়া হবে। পুরো ঘটনা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন মুখ্য𓂃মন্ত্রী।’
অন্যদিকে রীতি সাহাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তার বাবার। এই পরিস্থিতিতে রাজ্য সরকাররে দ্বারস্থ হন রীতির বাবা শুকদেব সাহা। এই ঘটনায় নেতাজিনগর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন রীতির পরিবার। সেখানে এফআইআরের ভিত্তিতে এই ঘটনার তদন্তভার নিতে চলেছে সিআইডি বলে রাজ্যের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলে খবর। যদিও আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘একটি রা💜জ্যের পুলিশ অপর রাজ্যের ঘটনার তদন্ত করতে পারে না।’ রীতির বাবা শুকদেব সাহা বলেন, ‘মন্ত্রীর পরামর্শ অনুযায়ী আমরা কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছি। মুখ্যমন্ত্রী কথা বলেছেন আমাদের সঙ্গে এবং সাহায্যের আশ্বাস দিয়েছেন।’
আরও পড়ুন: ꩵহঠাৎ নয়াদিল্লি যাচ্ছেন রাজ্যপাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় বিতর্কের মধ্যেই ঝটিকা স𒅌ফর
আর কী জানা গিয়েছে? পারিবারিক সূত্রে খবর, বিশাখাপত্তনমের একটি কোচিং প্রতিষ্ঠানে তিনি ভর্তি হয়েছিল। সেখানে দ্বাদশ শ্রেণি এবং নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু পরীক্ষার আগেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। এই ঘটনাটি ঘটেছে গত ১৪ জুলাই। রাত ১১টা নাগাদ হস্টেল𒁃ের সুপার ফোন করে জানান ৪ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ছাত্রীর। অন্ধপ্রদেশের আদালত ওই শিক্ষা প্রতিষ্ঠানকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পরিবারের অভিযোগ, তাদের মেয়ের ঠিক মতো চিকিৎসা করা হয়নি। এদিন মৃত ছাত্রীর বাবা বলেন, ‘কলকাতায় মেয়ের শেষকৃত্য সম্পন্নের পর আমরা অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে যাব। সেখানে শুনানির পর 🎃কোর্ট কমিশনারের কাছ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করব।’