জিজ্ঞাসসাবাদের পদ্ধতিতে এবার বদল আনছে কলকাতা পুলিশ। ধমক-চমকের চিরাচরিত প্রথার বদলে আন্তরিক কথা বার্তার মাধ্যমে মনের গোপন কথা বের করে আনতে কৌশল প্রয়োগ করবে পুলিশ। যে পদ্ধতিতে ইতিমধ্যেই দারুণ সাফল্য পেয়েছে নেদারল্যান্ড ও আমেরিকা, সেই পদ্ধতিতেই বন্দিদের থেকে কথা বার করার জন্য প্রয়োগের পরিকল্পনা করেছে পুলিশ।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই পদ্ধতি প্রয়োগের ব্যাপারে ইতিমধ্যেই প্রশাসনিক কর্তাদের মধ্যে কথা হয়েছে। এ ব্যাপারে তদন্তকারী আধিকারীকদের প্রশিক্ষণ নেওয়ার জন্য আমেরিকা ও নেদারল্যান্ড পাঠানো হচ্ছে।একটা সময় পর্যন্ত অপরাধী বা সন্দেহভাজনের পেট থেকে কথা বের করার জন্য থার্ড ডিগ্রি হিসাবে নানা ধরনের শারীরিক নিগ্রহ বা মানসিক অত্যাচার করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সে সব বন্ধ হয়েছে। অপরাধ বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত হয়েছে মনোবিজ্ঞানও। তবু এখনও ধমক-চমক দিয়ে কথা বের করার পদ্ধিত হিসাবে থেকে গিয়েছে। অনেক পুলিশ আধিকারীক মনে এই ধরনের পদ্ধতিতে সাফল্য খুব একটা আসে না। বরং দেখা গিয়েছে আন্তরিক কথাবার্তা বলে রোগীর সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করলে অনেক কথা বলে ফেলে অপরাধীরা। খোঁজ নিয়ে জানা যায়, আমেরিকা ও নেদারল্যান্ডের মত দেশে অপরাধী বা সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের সময় ভাল ব্যবহার ও আন্তরিক কথাবার্তার মাধ্যমে তাঁর অপরাধের কথা জানা চেষ্টা করে পুলিশ। যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যাথারসিস। সেই পদ্ধিতেকেই এ বার জিজ্ঞাসাবাদে ব্যবহার করতে চায় কলকাতা পুলিশ।