রাজ্যে শুরু হতে চলেছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। এর আগে, রাজ্যে ১৫ বছরের ঊর্ধ্বে কিশোর-কিশোরীদের টিকাক꧃রণ শুরু হয়েছে। এখনও সেই টিকাকরণ চলছে। তবে ১৫ বছরের নীচে ছোটদের এই প্রথম টিকাকরণ শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। কলকাতার চেতলা গার্লস হাইস্কুল থেকে এই টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়রꦬ ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, কলকাতার মোট ৩৭ টি টিকাকরণ কেন্দ্র থেকে Corbevax টিকা দেওয়া হবে।
এনিয়ে স্বাস্থ⭕্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আগেই। এবার কলকাতা পুরসভার তরফেও বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হল। প্রয়োজনে কোনও স্কুল চাইলে সেই সমস্ত স্কুলকে কলকাতা পুরসভার পক্ষ থেকে টিকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ। এর জন্য সংশ্লিষ্ট স্কুলকে স্কুল শিক্ষা দফতরের কাছে আব♕েদন করতে হবে। এখন কলকাতায় কোভ্যাক্সিনের চাহিদা খুব একটা নেই। সেই কারণে আপাতত দুই সপ্তাহের জন্য কোভ্যাক্সিনের টিকাকরণ বন্ধ থাকছে।
ছোটোদের টিকাকরণের জন্য নাম নথিভুক্তকরণ এর বিষয়ে থাকছে একই নিয়ম। অর্থাৎ কো উইন পোর্টালে নাম নথিভুক্ত করে তারপর অনলাইনে টিকা নেওয়ার সময় বেছে নিতে হবে। যদি সেক্ষেত্রে তার পরিবারের কোনও সদস্যের নাম আগে থেকে নথিভুক্ত থাকে তাহলে সেখান থেকেও টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। তাছাড়া, নতুন করেও নাম নথিভুক্ত করাতে পারবেন। টিকাকেন্দ্র গিয়ে রেজিস্ট্রেশন করে টিকা 🌄নেওয়ার ব্যবস্থা থাকছে। উল্লেখ্য, গত মাসেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিএ) ১২ থেকে ১৪ বছরের বয়সীদের জন্য করোনা টিকা কর্বোভ্যাক্সে চূড়ান্ত ছাড়পত্র দেয়। নিয়মানুযায়ী, ২৮ দিনের মধ্যে টিকার দুটি ডোজ নিতে হবে।