গতকাল আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বললেন কুণাল ঘোষ। সেই কথোপকথনের সময়ই নাকি 'ভুল শুধরে' নেওয়ার বার্তা দেন কুণাল ঘোষ। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলার পরে কুণাল ঘোষ নাকি বলেন, 'আমরা হয়ত অনেক পয়েন্ট মিস করে গিয়েছি। অনেক মন্তব্য হয়ত এমন করা হয়েছে, যা তাদের (নির্যাতিতার পরিবারকে) কষ্ট দিয়েছে। আমি নিজেই অনেক সংবাদ চ্যানেলে রাজনৈতিক বিতর্কে অংশ নিয়েছি। আমি শুধু বোঝাতে চেয়েছি যে রাজ্য প্রশাসন কী কী কররেছে।' এদিকে এই কথোপকথন নিয়ে নির্যাতিতার বাবা কোনও মুখ খুলতে চাননি বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: মধ্যমগ্রামে নাবালিকাকে যৌন 🗹হেনস্থার ঘটনায় গ্রে🍷ফতার তৃণমূল কর্মীও, মোতয়েন RAF)
আরও পড়ুন: ফরেন্সিক নিয়ে বহু প্রশ্ন, DNA ফল দেখে চূড়ꦺান্ত সিদ্ধান্তে 'না' CBI-এর: রিপোর্ট
আরও পড়ুন: আরজি করের সেমিনার হল লাগোয়া সেই𒉰🐠 'ভাঙা ঘরেই' কি ঘটনাটি ঘটে?
এদিকে সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, ফোনে নাকি কুণাল ঘোষ বলেন, 'ঘটনাটি ভয়ংকর। এনিয়ে ন𝔍ানা বিতর্কে আমাদের কথা বলতে হয়। রাজনৈতিক বিতর্কে নানা মত দিতে হয়। কিন্তু আমি বা আমরা চাই না আমাদের মুখ থেকে এমন কোনও শব্দ বের হোক, যাতে আপনারা দুঃখ পান।' নিহত চিকিৎসকের বাবাকে কুণাল ঘোষ আরও বলেন, 'আমাদের কোনও কথায় যাতে আপনার না মনে হয় যে মূল তদন্ত থেকে অভিমুখ সরে যাচ্ছে। যদি তেমন কোনও কথা আমার মুখে দেখেন, সরাসরি আমাকে ফোন করে সংশোধন করে দেবেন। যদি মনে হয় নির্দিষ্ট কোনও পয়েন্ট তদন্তের স্বার্থে বলা উচিত, তাহলে সেটাও নির্দ্বিধায় জানাবেন। ন্যায় বিচারের এই লড়াইতে আমরা আপনাদের সঙ্গেই আছি।'
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নয়া মোড়? সঞ্জয়েক পলিগ𝄹্রাফ টেস্টে কী হয়েছে, জানালেন আইনজীবী
এদিকে তৃণমূল নেতা আরও বলেন, 'কখনও কখনও আপনাদের কোনও মন্তব্যের উপর সাংবাদিকরা প্রতিক্রিয়া চান। পুরোটা না জেনে শুধু এক লাইন দু’লাইনের উপর মন্তব্য করতে হয়। ফলে আপনাদের বক্তব্য পুরোপুরি জেনে রাখা দরকার। একদিন দেখা করে আসব।' কুণালের কথায়, 'যন্ত্রণা থেকে আপনারা যে পদক্ষেপই নিন, তা নিয়ে কোনও বক্তব্য নেই। এই ন্যায়বিচারের লড়াইতে আপনাদের সঙ্গেই আমরা আছি। কোনও ভুল নজরে পড়লে সরাসরি ধরিয়ে দেবেন। নম্বরটা সেভ করে রাখুন।' (আরও পড়ুন: 'হাসিনাকে ফেরানোর আবেদন করব', ꧑দাবি বাংলাদেশি বিদে🐲শমন্ত্রীর, কী বলল ভারত?)
আরও পড়ুন: শুরু হল সেপ্টেম্বর, পুজোর আগে কি আরও এক দফায় বাড়বে ডিএ? এল বড𓆏় আপডেট
আরও পড়ুন: দুর্গাপুজোর আগে মেটဣ্রোর নয়া 'উপহার' কলকাতাবাসীদের, খু🦄শি যাত্রীরা