বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চ থেকে নাম না করে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে বিঁধলেন দলেরই নেতা কুণাল ঘোষ। বুধবার মে দিবসে কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দরতলায় অগ্নিღবীণা ক্লাবের অনুষ্ঠানে দেখা গেল এই দৃশ্য। এমনকী দলীয় কর্মীদের ছাপ্পা না দিতে নির্দেশ দিলেন কুণাল। যাতে প্রশ্ন উঠছে। উত্তর কলকাতায় কি বিজেপি প্রার্থীর হয়ে গোপনে কাজ করছেন তৃণমূলের෴ সাধারণ সম্পাদক?
আরও পড়ুন: আগামিকাল মাধ্যমিকের রেজাল্ট! কখন বেরোবে? কোন🌄 সময় অনলাইন🤡ে দেখাবে? কীভাবে দেখবেন?
পড়তে থাকুন: 'আমি বেঁচে থাকতে ধর্মের নামে মুসলিমদের সংরক্ষণ দিতে দেব না', বড় দাবি ꦯমোদীর
কুণালের কণ্ঠে তাপসের প্রসস্তি
বুধবার ওই রক্তদান শিবিরে আগে থেকেই হাজির ছিলেন তাপস রায় ও উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ। সেখানে পৌঁছে কুণা꧋ল বক্তব্য রাখতে শুরু করেন। বক্তব্যের মাঝখানে বিজেপি প্রার্থীর প্রসস্তি শুরু করে দেন তিনি। বলেন, ‘তাপস রায়ের মতো জনপ্রতিনিধি সཧম্পর্কে কিছু বলার নেই। যতদিন দলে ছিলেন মানুষকে পরিষেবা দিয়েছে। তাঁর বাড়ির দরজা সব সময় মানুষের জন্য খোলা থাকত। মানুষ তাঁকে সব সময় পাশে পেয়েছেন। আমরা তাপস রায়কে দলে রাখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, পারিনি।’
এর পর স🧔্থানীয় দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে কুণাল বলেন, ‘এখানে কোনও ছাপ্পা হবে না। মানুষ ঠিক করবে কে প্রকৃত প্রার্থী। এখানে ছাপ্পা হলে তৃণমূল নেতৃত্বই বারণ করবে। কোনও বুথে কারও ইচ্ছার বিরুদ্ধে যেন একটা ভোটও না পড়ে।’
পুরনো দুশমনি
কুণালের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিবাদ অজানা নয়। গত জানুয়ারিতে তা চরমে ওঠে। তখনও তৃণমূলেই ছিলেন তাপস রায়। রীতিমতো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির দালাল বলে আক্রমণ করেছিলেন কুণাল। প্রশ্ন তুলেছিলেন, লোকসভার দলনেতা হলেও কেন মোদী বা অমিত শাহকে আক্রমণ করে কোনও বক্তব্য রাখেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়? কারণ তাঁর সঙ্গে বিজেপির বোঝাপড়া রয়েছে। জেল যাত্রা থেকে বাঁচতেই তিনি বোঝাপড়া করে রেখেছেন। এমনকী উত্তর কলকাতায় সুদীপকে প্রার্থী না করারও দাবি করেন তিনি। বলেন, উত্তর কলকাতায় সুদীপকে প্রার্থী করা হলে বিꦰজেপির ২ জন প্রার্থী ভোটে লড়বেন।
আরও পড়ুন: তাপপ্রবাহের জের, সাময়িক ক্লাস বন্ধ করল𓄧 CU🐬, স্কুলে গরমের ছুটিও বাড়ছে
এর ꦅআগেও সুদীপের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ তুলেছিলেন কুণাল। ২০২২ সালের দুর্গাপুজোয় তমোঘ্ন ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚঘোষের বাড়ির পুজোয় যোগদান করায় সুদীপকে আক্রমণ করেছিলেন তিনি।