বেআইনি নির্মাণ যে কতটা ভয়াবহ হতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখি🎶য়ে দিয়েছে গার্ডেনরিচের ঘটনা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ღএবার শহরে বেআইনি নির্মাণের তথ্য ভাণ্ডার তৈরি করছে লালবাজার। অনলাইনে এই সমস্ত তথ্য থাকবে। তা থেকে সহজেই জানা যাবে শহরে কতগুলি বেআইনি বাড়ি তৈরি হয়েছে বা কোথায় কোথায় বেআইনি নির্মাণ আছে। সেই সংক্রান্ত তথ্য অনলাইনে থাকার ফলে তড়িঘড়ি পুলিশ এবং পুর প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
আরও পড়ুনঃ গার্ডেনরিচে হেলে পড়া বাড়ির অংশ ভেঙে ফেলতে চায় পুরসভা, মালিককে পাঠাল নোট🌞িশ
জানা গিয়েছে, এ নিয়ে ১০টি ডিভিশনের ডিসি ও সমস্ত থানার ওসি এবং পুর কর্তাদের মধ্যে বৈঠক হয়। তাতে সিদ্ধান্ত হয়েছে ১৫ দিন পর পর এ নিয়ে রিপোর্ট করা হবে। লালবাজারের তরফে প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি এলাকায় কোনও এলাকায় বহুতল নির্মাণ হয় তাহলে তা খতিয়ে দেখতে হবে। নির্মীয়মাণ বহুতলটি বেআইনি কিনা সে ক্ষেত্রে যদি পুলিশের সন্দেহ হয় 🦩তাহলে জায়গার মালিকের নাম, বাড়িটির ঠিকানা, প্রোমোটারের নাম, পরিচয় বা তার বিরুদ্ধে আগে কোনও মামলা রয়েছে কিনা সেই সমস্ত তথ্য আপলোড করতে হবে। তাছাড়া নির্মাণটির ছবি সমস্ত কোণ থেকে তুলে আপলোড করতে হবে। যদি সে ক্ষেত্রে বাড়িটি বেআইনি হয় তাহলে পুরসভার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।