এবার করোনায় মৃত আইনজীবীদের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড থেকে এই টাকা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে। শুক্রবার আইনমন্ত্রী মলয় ঘটক এব্যাপারে আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। এরপরই তিনি সাংবাদিক বৈঠকে এই অনুদানের কথা ঘোষণা করেন। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবীদের অনেকেই। তবে নির্দিষ্ট নিয়ম মেনেই মৃতের পরিবারকে আবেদন করতে হবে। এক্ষেত্রে করোনায় মারা গিয়েছেন সেই সার্টিফিকেটটি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সংশ্লিষ্ট আইনজীবীকে আইনজীবীদের কোনও অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন কি না তা দেখা হবে না। তিনি এই রাজ্যে প্র্যাকটিশ করতেন এটাই শুধু দেখা হবে। আইনমন্ত্রী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী একট নির্দেশ দিয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত আইনজীবী মারা গিয়েছেন তাঁদের পরিবারের জন্য যদি কিছু করা যায়। তাঁর নির্দেশ মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত আইনজীবী মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। দু চারদিনের মধ্যে আমরা দরখাস্ত আহ্বান করব। এখনও পর্যন্ত প্রায় ২০০ জন অ্যাডভোকেট মারা গিয়েছেন। প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। দরখাস্তের সঙ্গে করোনায় মারা গিয়েছেন সেই সার্টিফিকেটটিকে সংযুক্ত করতে হবে।’