হকের চাকরি মেলেনি। আর তা নিয়ে চলছে আন্দোলন। এই চাকরির দাবিতে দুর্গাপুজো কেটেছে রাস্তাতেই। কলকাতার মেয়ো রোডে🎶 গান্ধী মূর্তির নীচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। আজ, বিজয়া দশমীর দিন তাঁদের আন্দোলন ৫৭০ দিনে পড়ল। এই পরিস্থিতিতে তাঁদের সঙ্গে দেখা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তি✨নি। এমনকী বিজয়া দশমী উপলক্ষ্যে এই চাকরিপ্রার্থীদের মিষ্টিমুখও করিয়েছেন বর্ষীয়ান বাম নেতা।
বিষয়টি ঠিক কী ঘটেছে? আজ, বিজয়া দশমীর দুপুরে এসএসসি চাকরিপ্রার্থীদের কাছে মিষ্টি নিয়ে হাজির হন বিমান বসু। তারপর সেখানে তাঁদের আশ্বস্ত করেন, ‘তোমাদের লড়াইয়ে আমরা পাশে আছি। কখনও নিজেদের একা ভেবো না। তোཧমরা যোগ্য। আর যোগ্যতা দিয়েই তোমরা চাকরি পাবে। একটু সময় লাগছে আর কি।’ দু’দিন আগে ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘যার যেটা করা উচিত, সে সেটা না করলে, এরকমই হয়। মুখ্যমন্ত্রীর ফিতে কাটা কাজ নাকি? এরা এখানে বসে আছে। তৃꦐণমূল বলবে, কোর্ট যা করার করবে। কোর্ট কী? কোর্টের কথা কি রাজ্য সরকার শোনে?’
আর কী দেখা গিয়েছে? মহানবমীতে ধর্ন✱ামঞ্চে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের দেখা করানোর আশ্বাসও দিয়েছেন তিনি। আর ⛄শুভেন্দু বলেন, ‘অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কী হল সেসবের? সরকারের সদিচ্ছা থাকলে আদালতে হলফনামা দিয়ে বলুক, এদের সকলের⭕ চাকরি হোক। সরকারের কোনও আপত্তি নেই।’