হিন্দু রাষ্ট্রের দিকে যাত্রা শুরু হোক। ৭৬তম স্বাধীনতা দিবসের পরের দিনই টুইট করে বার্তা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। তিনি লিখেছেন, আমরা স্বাধীন ভারতের ৭৬তম বছরে প্রবেশ করেছি। সংবিধানের প্রতি আমরা আনুগত্য প্রকাশ করছি।পাশাপাশি এই পবিত্র সংবিধানের দিকে একবার নতুনভাবে তাকানো যাক। জরুরী অবস্থার সময় এটি ট্যাম্পার্ড করা🅰 হয়েছিল। এবার হিন্দু রাষ্ট্রের দিকে আমাদের যাত্রা শুরু হোক।
তিনি লিখেছেন,এখনও পর্যন্ত ১০৫বার সংশ🅺োধন হয়েছে সংবিধানের।এটা খুব স্বাভাবিক, 💖কারণ সংবিধান প্রণেতারা জ্ঞানী ও দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন। তাঁরা সবজান্তা ছিলেন না।তবে ৩৭০ ধারার মতো কিছু আবর্জনাকে সরানো সম্ভব হয়েছে। আর এমার্জেন্সির সময় সেকুলার, সোশ্য়ালিস্টের মতো শব্দ যুক্ত করা হয়েছে সংবিধানে।
এগুলিও সরানো হবে তার অপেক্ষায় রয়েছি। যে দেশে ভিন্ন ধর্মের জন্য ভিন্ন আইন থাকে, সেখানে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ব্যবহার করা যায় না। তিনি লিখেছেন, আমরা সমাজতান্ত্রিকও নই, যদিও সোশ্য়াল ডেমোক্র্যাটসরা শাসন ক্ষমতায় ছিলেন। এই বুজরুকিগুলো এবার দূর হওয়া দরকার। ওয়েস্টমিনস্টার মডেল থেকে বেরিয়ে প্রেসিডেন্সিয়াল মডেলের𒉰 দিকে যাওয়ার প্রস্তাবও দিয়েছেন তথাগত রায়।
এর সঙ্গেই তাঁর সংযোজন সর্ব পন্থ সম্ভবকꦯে যুক্ত করা দরকার। যদি এটা হিন্দুরাষ্ট্র হয় তবেই এটা সম্ভব হবে। হিন্দু, শিয়া, সুন্নি, ক্যাথলিক, পার্সি সকলেই যাতে💃 শান্তিতে বসবাস করতে পারেন সেকারণে হিন্দুত্বকে নিশ্চিত করা দরকার। এর জেরে ধর্মকেন্দ্রিক ভোটব্যাঙ্কের রাজনীতিরও অবসান হবে। তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী @narendramodi, পিএম൩ও ইন্ডিয়াকেও @ PMOIndia-কে ট্যাগ করেছেন তিনি।