বড়দিনের পর আসছে নতুন বছর। পুরনোকে বিদায় জানিয়ে বরণ করে নেওয়া হবে নতুন বছরকে। সারা বছর অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বহু মানুষ। আর সেই উপলক্ষে দেদার চলবে পার্টি। বার, রেস্তোঁরা, পাব, নাইট ক্লাবগুলিতে কার্যত উপচে পড়া ভিড় থাকবে। আর সেই সঙ্গে চলবে সুরা পান। তার আগে স꧑ুরা প্রেমীদের কাছে আবারও দুঃসংবাদ। নতুন বছরে রাজ্যের বার, রেস্তোঁরা, পাব, নাইট ক্লাবগুলিতে বাড়তে চলেছে মদের দাম। পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশন এই সিদ্ধান্ত নেওয়ার পরে বার, পাব, রেস্তোরাঁ, নাইটক্লাবগুলি মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
জান🔥া গিয়েছে, এই🍎 মাসের শুরুতেই পশ্চিমবঙ্গ বেবারেজ কর্পোরেশন মদের দাম বাড়িয়েছে। সেই অনুপাতে বার, রেস্তোরাঁ, পাব এবং নাইটক্লাবগুলি মদের দাম ১০% থেকে ১৫% বাড়তে চলেছে। আউটলেটগুলিতে মদের দাম ৭% থেকে ১০% বাড়ানো হবে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই রাজ্যের দোকানগুলিতে বৃদ্ধি পাওয়া দামেই মদ কিনতে হবে সুরাপ্রেমীদের। সল্টলেকের একটি বারের ম্যানেজার জানিয়েছেন,🤪 শুল্ক বাড়ানোর পরে বারে মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদের নতুন স্টক ইতিমধ্যেই এস♉ে গিয়েছে। তাতে দান বৃদ্ধি করা হয়েছে। তা যদিও ক্রেতাদের কথা মাথায় রেখে দাম খুব সামান্যই বাড়ছে বলে তিনি জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে মদের দাম বৃদ্ধি করা🔴 হয়েছে। তিনি জানান, সেপ্টেম্বর মাসে দাম বাড়ানোর কথা থাকলেও তা করা হয়নি। তবে এবার সমস্ত ব্র্যান্ডের মদের দাম বাড়ানো হয়েছে৷ করোনা অতিমারীর কারণে গত দুবছর সেভাবে ব্যবসা বাড়েনি।﷽ তবে এবার ব্যবসা ভালোই হবে বলে আশা করছেন বার মালিকরা।