রবিবার শিয়ালদা শাখায় বাড়তি লোকাল ট্রেন চালানো হবে। কারণ সেদিন কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা রয়েছে। তাই যাতায়াতে যাতে অসুবিধা না হয় তাই 𝓡এমন সিদ্ধান্ত নিয়েছে রেল। এদিন পরীক্ষার্থী যাতায়াত করার জন্য যাত্রী সংখ্যাও বেশি হবে বলে মনে করছে রেল। এসব ꦺকথা মাথায় রেখে বাড়তি লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর তাই শিয়ালদা ডিভিশনের ট্রেনের পরিষেবা সপ্তাহের অন্যান্য দিনগুলির মতো একই থাকবে ওই দিনেও।
এদিকে 𝓀এই লোকাল ট্রেন পরিষেবা রবিবার বাড়ার কথা ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আসলে রবিবার এত লোকাল ট্রেন চলে না। লোকাল ট্রেন বেশি চলে সপ্তাহের অন্যান্য দিন। সেখানে এবার পরীক্ষার জন্য যাতায়াতের সুবিধা করতে সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ট্র⛎েন চলাচল সাধারণ দিনের মতো থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদা ডিভিশনে ট্রেন চলাচল রবিবার অন্য দিনের মতো থাকলেও হাওড়া ডিভিশনে পরিষেবার তারতম্য হচ্ছে না। রবিবার যেমন চলে তেমনই চলবে লোকাল ট্রেন।
ঠিক কী বলছে রেল কর্তৃপক্ষ? অন্যদিকে হাওড়া ডিভিশনের পরীক্ষার্থীরা কার্যত হতাশ হয়ে পড়েছেন। তাঁদের দাবি, হাওড়াতেও বাড়তি পরিষেবা দিতে হবে। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘পুলিশ পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য শিয়ালদা ডিভিশনেই অন্য দি🍒নের মতো একই সংখ্যক ট্রেন চেয়েছে। তাই আবেদন মঞ্জুর হয়েছে। হাওড়া ডিভিশন থেকে কোনও দাবি বা আবেদন করা হয়নি। তাই লোকাল ট্রেন চলাচল বাড়ানো হয়নি।’
আর কী জানা যাচ্ছে? কয়েকদিন আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে শূন্যপদে নিয়োগের নির্দেশ দেন। তারপরই শুরু হয় প্রস্তুতি। কলকাতা পুলিশে এখন শূন্যপদের সংখ্যা ১০ হাজার বা তার বেশি। সার্জেন্ট, সাব ইন্সপেক্টর, কনস্টেবল –সহ একাধিক পদ এখন ফাঁকা রয়েছে। বাংলার ছেলে–মেয়েরা যাতে দ্রুত সেখানে চাকরি পান তার জন্য উদ্যোগ নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ জুন কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষা হবে। এবার বাড়ানো হয়েছে মহিলা কনস্টেবলের পদও। রাজ্যের নানা প্রান্ত থেকে পরীক্ষার্থীরা আসবেন পরীক্ষা দিতে। তাই রবিবার ব😼েশি সংখ্যক ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার⭕ HT A🥂pp বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup