দশমীর দিন কলকাতার হরিদেবপুর থেকে নিখোঁজ যুবকের দেহ পাওয়া গেল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। নিহতের নাম অয়ন মণ্ডল (২১)। ছবি দেখে দেহ সনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদ𓃲স্যরা।
নিহতের পরিজনরা জানিয়েছেন, দশমীর সন্ধ্যায় বাড়ির সামনে পুজো প্🔯যান্ডেলে বসে ছিল অয়ন। তখন তাঁকে ফোন করে ডাকে তার এক বান্ধবী। ফোন পেꩲয়ে কিছু দূরে বান্ধবীর বাড়িতে যায় যুবক। এর পর সারা রাত অয়নের কোনও খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। অভিযোগ তার পরও যুবকের খোঁজে তৎপর হয়নি পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার পাড়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তার জেরে তৎপরতা বাড়ে পুলিশের। নিখোঁজ যুবকের পরিবারের সদস্যদের থানা ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এরই মধ্যে মগরাহাট থানা এলাকায় এক যুবকের দেহ উদ্ধারের খবর আসে। সেই ছবি দেখালে সেটি অয়নের দেহ বলে সকান্ত করেন পরিবারের সদস্যরা।
CBIএর চার্জশিট পেশের দিনই আসানসোল জেলের ভিতরে সায়গল হোসেনকে গ্রেফতার করল ED
মগরাহাট থানℱা সূত্রে জানা গিয়েছে, মাগুরপুকুর এলাকায় একটি সেতুর নীচে পড়ে ছিল দেহটি। দেহের গলায় ও অন্যত্র আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এখনো রিপোর্ট হাতে আসেনি। তবে প্রাথমিকভাবে যুবককে খুন করা হয়েছে বলে অনুমান। ওদিকে যুবকের দেহ উদ্ধারের পর বান্ধবী ও তাঁর পরিবারের সদস্যদের আটক করেছে হরিদেবপুর থানা। কী করে যুবক মগরাহাট পৌঁ🎐ছলেন তা জানার চেষ্টা চলছে।