পাহাড়ে সামগ্রিক উন্নয়নকেই লক্ষ্য করতে চান গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ–এর ভাবী চেয়ারম্যান অনীত থাপা। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পাহাড়ে উন্নয়নের পথকেই প্রশস্ত করতে চান অনীত থাপা। একইসঙ্গে💎 তিনি ജএও স্পষ্ট করে দেন, তিনি পাহাড় ভাগ চান না।
জিটিএ–এর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ♍অনীত থাপা। নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার আগে গত বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন অনীত। তিনি জানান, ‘এতদিন পাহাড়ে আবেগ নিয়ে রাজনীতি করা হয়েছে। এখন পাহাড়ের মানুষ সেটা বুঝেছেন। গত পাঁচ বছর ধরে আমরা সেই বিষয়টি মানুষকে বুঝিয়েছি। এবারের নির্বাচনে আমরা উন্নয়নের মতো বাস্তব বিষয় নিয়েই ꦛলড়েছি।’ একইসঙ্গে ভাবী জিটিএ–এর চেয়ারম্যান জানান, ‘নতুন রাজ্য ভাগের দাবি পাহাড়কে ২০ বছর পিছিয়ে দিয়েছে। ওটা একটা রাজনৈতিক চমক ছাড়া আর কিছুই নয়।’ পাশাপাশি বিজেপিকেও তিনি যে সমর্থন করেন না, সেইকথাও বুঝিয়ে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘১৫ বছর ধরে বিজেপিকে সমর্থন করে পাহাড়ের মানুষ কিছুই পায়নি।’