একুশে জুলাইয়ের আগে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সূচি আগেই তৈরি ছিꦆল। কিন্তু সেখানে এখন বাড়তি সংযোজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তিনিও একইদিনে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। আগামী সপ্তাহে একইদিনে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিষয়টি ঠিক কেমন ঘটতে চলেছে? সূত্রের খবর, সোমবার উত্তরবঙ্গে রওনা হওয়ার কখা মুখ্যমন্ত্রীর। আর মঙ্গলবার দার্জিলিংয়ে জ🌌িটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে হাজির থাকতেই তাঁর এই উত্তরবঙ্গ সফর। ১১–১৩ জুলাই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী থাকবেন। তবে জিটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠানের পর কয়েকটি প্রশাসনিক বৈঠকও করার কথা তাঁর। তবে অভিষেক–মমতা দু’জনেই থাকবে🐼ন পৃথক মঞ্চে।
অভিষেকের ঠিক কী কর্মসূচি? তৃণমূল কংগ্রেস সূত্রে খ🐠বর, অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই উপলক্ষ্যে রাজনৈতিক জনসভা করবেন। ধূপগুড়ি পুরসভার ফুটবল মাঠে এই সভা হওয়ার কথা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভার আয়ো𒆙জন করা হবে। সেখান থেকেই তিনি বার্তা দেবেন ২১ জুলাইয়ে বড় যোগদান করা💫র জন্য।
উত্তরবঙ্গকে বেছে নেওয়া হল কেন? জানা গিয়েছে, এখন বিজেপির শক্ত ঘাঁটিতে ঘাসফুল ফোটানো গিয়েছে। তাই ২১ জুলাইয়ের আগে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছ💮ে উত্তরবঙ্গকে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে নবান্নে এসেছিলেন অনীত থাপা। তারপর মুখ্যমন্ত্রীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গের জেলাগুলির সফরে গিয়ে মমতা–অভিষেক বিজেপি বিরোধী জমি শক্ত করবেন বলে মনে করা হচ্ছে।