সুপ্রিম কোর্টে সওয়া𓄧ল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলেছিল, টাটা চলে যাক। টাটাকে আমরা চাই না। বুধবার শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় এমনই বললেন রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সঙ্গে তাঁর প্রশ্ন, ‘বাংলার মানুষ দেখেনি, প্রতিদিন কী ঘটেছে?’
এদিন বিকাশবাবু বলেন, ‘ওইꦡ ভদ্রমহিলা কখনো সত্যি কথা বলেছেন? কখনও কোনও তথ্যভিত্তিক কথা 💧বলেছেন কি? এটাই সব থেকে বড় প্রশ্ন। আজ ভয় পেয়ে বলছেন, ওনারা টাটাকে তাড়াননি। মানুষের নজর ছিল না তখন প্রতিদিন তাঁর তথাকথিত সংগ্রামে, তথাকথিত অনশনে। গর্বিত উদ্ধতভাবে উনি বলেছিলেন, আমি চাষের জমি ফিরিয়ে দিলাম। সুপ্রিম কোর্টে সওয়াল করে ওনার সরকার বলেছে, টাটারা চলে যাক। টাটাকে আমরা চাই না। একথা বলেননি? আমি এবং বাংলার প্রতিটা মানুষ জানে। অনবরত মিথ্যা কথা বলতে উনি অভ্যস্থ’।
বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে মমতা বলেন, ‘অনেকে বলছে টাটা চাকরি দিচ্ছে। আমি টাটাকে তাড়াইনি। টাটাকে তাড়িয়েছে সিপিএম। ওরা জোর করে জমি নিয়েছিল। আমরা সেই জমি ফিরিয়ে দিয়েছি মাত্র।’ এদিনের অনু📖ষ্ঠানে শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান মমতা।