কুটুস কুটুসের পরে ক্যা ক্যা ছিঃ ছিঃ। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে প্রত♕িবাদে নেট দুনিয়ায় ভাইরাল হল মমতা বন্♍দ্যোপাধ্যায়ের নতুন স্লোগান।
শরণার্থীদের নাগরিকত্ব প্রদানে কেন্দ্রের নয়া আইনের প্রতিবাদে বরাবরই প্রতিবাদ জানিয়ে এসেছেন বাংলার ⛦মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ ও এনআরসির বিরুদ্ধে আন্দোলনের গোড়া থেকেই বিভিন্ন স্লোগান দিয়ে এসেছেন নেত্রী। শনিবার প্রতিবাদ সভায় সেই তালিকায় নবতম সংযোজন হল ‘CAA ছিঃ 🌜ছিঃ, CAA ছিঃ ছিঃ!’
কেন্দ্রের মসনদে আসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ 🅠প্রদর্শন করে চলেছেন তৃণমূল সুপ্রিমো। কিছু দিন আগে তাঁর আর একটি স্লোগানও তুমুল জনপ্রিয় হয়েছে। সেই স্লোগানে কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেছিলেন, ‘আপ রক কা মাফিক হ্যায় তো হাম লোগ ভি ছোটা চুহা কা মাফিক হ্যায়। আপ 𒉰রক লেকে খড়া হোগা হাম কুটুস কুটুস কাট দেগা।’
NRC-NPR-মিল ও ফারাক কোথায়, জানুন
এনআরসি হলে কী কী নথি লাগবে? জানাল স্😼বরাষ্ট্রমᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚন্ত্রক
বাংলায় সেই স্লোগানের মানে দাঁড়ায়, ‘আমপনারা পাহাড়ের মতো হলে আমরাও ছোট ইঁদুরে🔯র মতো। আপনারা পাহাড়ের মতো দাঁড়িয়ে উঠলে আমরাও কুটুস কুটুস করে কামড়ে দেব।’
এদিকে মমতার এই নতুন স্লোগান নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই যেমন বিজেপি💯-বিরোধী স্লোগানে মমতার সহজাত স্বতঃস্ফূর্ততা ও নেতৃত্ব দেওয়ার অদম্য মনোভাবকে কুর্নিশ জানাচ্ছেন, অনেকেই আবার স্লোগানে হাস্যরসের উপাদান খুঁজে পাচ্ছেন। কেউ কেউ অবশ্য নেত্রীর শব্দচয়নে সাংস্কৃতিক অবক্ষয়ের ইঙ্গিত খুঁজে পেয়েছেন।
তাঁকে নিয়ে কে কী বলল, তা নিয়ে অবশ্য কোন꧅ও কালেই পরোয়া করেননি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সিএএ ও এনআরসি প্রসঙ্গে কেন্দ্র-বিরোধিতায় নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি ধর্মীয় বৈষম্যের নীতিকে তুলোধনা করতেই তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন। সে সব নিয়ে মাথা না ঘামিয়ে আপাতত ‘ক্যা ক্যা ছিঃ ছিঃ’-তেই মজেছে নেটিজেনরা।