ব্যক্তিগত কারণে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরিবর্ꦅতে পার্থ টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেন জ🌜সপ্রীত বুমরাহ। রোহিত প্রথম টেস্টের মাঝেই অস্ট্রেলিয়ার উড়ে যান এবং ভারতীয় স্কোয়াডে যোগ দেন। ক্যাপ্টেন যোগ দেওয়ার পরেই দল ছেড়ে দেশে ফিরছেন হেড কোচ গৌতম গম্ভীর, এমনটাই খবর।
পা🍨র্থে চা⛄র দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারত। জয়ের রেশ কাটার আগেই টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতমং গম্ভীর দেশে ফিরছেন বলে খবর। এক্ষেত্রে ব্যক্তিগত কারণেই আপৎকালীনভিত্তিতে গম্ভীররে ভারতে ফিরে আসতে হচ্ছে বলে জানা গিয়েছে।
বর্ডার-গাভাসকর ট্রফির মাঝে ভারতীয় স্কোয়াডের কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের দল ছেড়ে দেশের ফেরার কোনও পরিকল্পনা ছিল না। তবে গম্ভীব বিসিসিআইকে জানিয়েছেন যে, তাঁকে তড়িঘড়ি দেশে ফিরতে হবে। যদিও টিম ইন্ডিয়ার হেড কো🌺চ কেন বাড়ি ফিরছেন, তার নির্দিষ্ট কোনও কারণ জানা যায়নি এখনও।
যদিও গম্ভীর খুব🔴 বেশিদি🐲ন ভারতে থাকবেন না বলেও জানা যাচ্ছে। তিনি অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টের আগেই অস্ট্রেলিয়ার ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে খেলা হবে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি খেলা হবে গোলাপি বলে।
ভারতীয় দল ডে-নাইট টেস্টের আগে গোলাপি বলে একটি প্রস্তু𓆏তি ম্যাচে মাঠে নামবে। ৩০ নভেম্বর থেকে ক্যানবেরায় খেলা হবে ২ দিনের সেই ডে-নাইট অনুশীলন ম্যাচ। এই ট্যু ম্যাচে ভারতীয় দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ।
গম্ভীরের দেশে ফেরা প্রসঙ্গে বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘হ্যাঁ, গম্ভীর ব্যক্তিগত গম্ভীরকে তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে। পরিবারের কারও শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। তবে ৩ ডিসেম্বর গম্ভীর অস্ট্রেলিয়ায় ফিরতে। অ🏅র্থাৎ, দ্বিতীয় টেস্টের ৩ দিন আগেই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবে কোচ।’
বুধবার পার্থ ছেড়ে ক্যানবেরায় উড়ে যাও🍰য়ার কথা ভারতীয় দলের। প্রথম টেস্ট একদিন আগেই শেষ হয়ে যাওয়ায় বাড়তি বিশ্রাম পেয়ে যাচ্ছেন বিরাট কোহলিরা। গম্ভীর দেশে ফেরায় কোচকে ছাড়াই ক্যানবেরার প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে।
পার্থ টেস্টে বিরাট জয় ভারতের
উল্লেখ্য, পার্থের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে দেয় ভারত। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৫০ রানে। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১০৪ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসে ৪৬🦩 রানের লিড পেয়ে যায় টিম ইন্ডিয়া। ভারত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। জয়ের জন্য ৫৩৪ রানের লক♓্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা শেষ ইনিংসে অল-আউট হয় ২৩৮ রানে।