হাসপাতালে ভরতি করা হল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে। রিপোর্ট অনুযায়ী, আজ সকালে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভরতি করা হয়। আরবিআই জানিয়েছে, শক্তিকান্ত দাস অ্যাসিডিটি অনুভব করেছিলেন। এই আবহে তাঁকে হাসপাতালে ভরতি করা হলেও সেই অর্থে চিন্তার কোনও কারণ নেই। তাঁকে আপাতত হাসাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। (আরও পড়ুন: খতিয়ে দেখা হচ্ছে নথি, আদ💦ানি ঘুষ কাণ্ডജে এবার বড় পদক্ষেপের পথে NDA সরকার?)
আরও পড়ুন: প্রয়াত এসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শশীকান্ত রুইয়া, জানুন কে ছিলেন♒ এই ধনকুবের?
শক্তিকান্ত দাসকে হাসপাতালে ভরতি করার বিষয়ে আরবিআই মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শ্রী শক্তিকান্ত দাস অ্যাসিডিটি অনুভব করেছিলেন এবং তাই তাঁকে পর্যবেক্ষণের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি এখন ভালো আছেন এবং আগামী ২-৩ ঘণ্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।' কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে গভর্নরের শারীরিক অবস্থা স্থিতিশীল। (আরও পড়ুন: 'শুধু আদানি আদানি...', ঘুষকাণ্ডে সংসদ যেন অচল না হয়, বলছে তৃণ𒐪মূল)
আরও পড়ুন: রাজ্য়ের বিশ্ববিদ্যালয়ের জন্যে ১০০ কোটি দান করতেন আদা🌸নি, সেই টাকা 'ব্লক' করলেন CM
আরও পড়ুন: এবার ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ফেঙ্গল? প্রভাব পড়তে পারে বাংলার ওꦿপরেও!
উল্লেখ্য, গত ২০১৮ সালের ১২ ডিসেম্বর থেকে ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের ২৫তম গভর্নর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন শক্তিকান্ত দাস। তিন💖ি ১৯৮০ সালের আইএস ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আধিকারিক ছিলেন। এর আগে তিনি ভারতের পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য ছিলেন এবং জি২০ সম্মেলনে ভারতীয় শেরপা হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। এছাড়া ভারত সরকার এবং তামিলনাড়ু সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি থেকেছেন কর্মকালের বিভিন্ন সময়ে। এছাড়াও তিনি বিশ্বব্যাঙ্ক, এডিবি, এনডিবি এবং এআইআইবি-তে ভারতের অল্টারনেট গভর্নর ছিলেন। শক্তিান্ত দাসের জন্ম ভুবনেশ্বরে। তিনি ভুবনেশ্বরেই স্কুলে পড়াশোনা করেছেন। এরপর তিনি দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে তিনি আইআইএম ব্যাঙ্গালোর থেকে উন্নত আর্থিক ব্যবস্থাপনা কোর্স এবং এনআইবিএম থেকে উন্নয়ন ব্যাঙ্কিং এবং প্রাতিষ্ঠানিক ঋণ ব্যবস্থাপনা কোর্স করেছিলেন। এছাড়াও তিন🀅ি আইপিইতে আর্থিক ব্যবস্থাপনায় পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। এসএসসিআই থেকে মৌলিক প্রকল্প পরিচালনার ডিপ্লোমা করেন, আইআইএম কলকাতা থেকেও প্রশিক্ষণ নেন। ২০২১ সালে উৎকল বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি দেওয়া হয়েছিল।