বিকাশ ভবনের সামনে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় রাজ্য সরকার ও রাজ্য পুলিশের তীব্র নিন্দ🐟া করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন পণ্ডিতদের কণ্ঠরোধ করতে চ✱ান।
এদিন সুকান্তবাবু বলেন, ‘গতকাল রাতে যে বর্বর আক্রমণ শিক্ষক সমাজের ওপর হয়েছে এরকম আক্রমণ আমি অন্তত আমার অভিজ্ঞতায় অন্য কোনও রাজ্যে কখনও দেখিনি। তৃণমূল কংগ্রেসের অঙ্গুলিহেলনে রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার হিসাবে এই কাজ করেছে। এই কাজের জন্য আগামীদিনে পুলিশের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমি কলকাতা হাইকোর্টকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার জন্য। আইনশৃঙ্খলা ভাঙার অজুহাতে যে ভাবে শিক্ষক সমাজের ওপর আক্রমণ হয়েছে। শিক্ষকরা রক্তাক্ত হয়েছেন। এটা মেনে নেওয়া যায় না।’ তিনি বলেন, ‘আমরা সত্যজিত রায়ের হীরক রাজার দেশে ছবিতে দেখেছিলাম যে রাজার নির্দেশে পাঠশা♈লা বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হচ্ছে, উনি উদয়ন পণ্ডিতদের কণ্ঠরোধ করতে চান।’
মমতাকে সুকান্তবাবুর 🍨কটাক্ষ, ‘সব জায়গায় আক্রান্তদের ওপরেই অত্যাচার করে পুলিশ। শিক্ষকদের সঙ্গে যা ঘটেছে বিজেপি কর্মীদের সঙ্গেও একই ঘটনা ঘটে। যেখানে আন্দোলন করতে যাই বিজেপিকে পেটায়, তার পর বিজেপিকেই পালটা কেস দেয়। লাঠির বাড়ির সঙ্গে কেস ফ্রি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ডবল ডবল চাকরি হবে। চাকরি তো হয়নি, এখন ডবল ডবল অত্যাচার হচ্ছে।’