অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছিল। তারপর এখন তিনি আসানসোল সংশোধনাগারে রয়েছে। এই পরিস্থিতিতে তাঁর গ্রেফতার নিয়ে আগে সুর চড়িয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে সুর সপ্তমে তুললেন তৃণমূ𝔍ল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগের মঞ্চ ছিল বেহালা। আর এবারের মঞ্চ মেয়ো রোড। ধৃত অনুব্রত মণ্ডলের প্রশংসা শোনা গেল তাঁর গলায়। তবে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের নামও করেন তিনি।
ঠিক কী বলেছেন মমতা? আগে বেহালার মঞ্চ থেকে অনুব🅷্রত মণ্ডলকে গ্রেফতার করা নিয়ে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোꦅপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘কেন গ্রেফতার করা হল কেষ্টকে? কী করেছিল কেষ্ট?’ আর এবার অনুব্রতর গ্রেফতার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেষ্টর মতো সাহায্যকারী ছেলে হয় না। পার্থ কী করেছে আমি জানি না। সেটা বিচারাধীন, তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। চক্রান্ত চলছে।’
আর কী বলেছেন তিনি? আজ, সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পার্থ চোর, কেষ্ট চোর,🎐 অভিষেক চোর, মমতাও চোর। সাধু ༒কে? সাধু কি শুধু বিজেপি?’ তারপরই তিনি বলেন, ‘আজ অভিষেক এত ভাল বক্তৃতা দিল। আগামীকাল♔ হয়তো অভিষেককে ডাকবে। ওর দু’বছরের বাচ্চাটাকেও ডাকতে পারে। এরপর হয়তো ববি, চন্দ্রিমা–সহ আরও অনেককে ডাকবে। আর কাল 🍸যদি ফিরহাদকে গ্রেফতার করা হয়, টাকা দেখানো হয়, জানবেন পুরোটা সাজানো।’
এদিন আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায় এভাবেই। আসলে ২১ জুলাইয়ের পরদিনই যেভাবে পার্থ চ♕ট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল তা থেকেই এই আশঙ্কা তৈরি হয়েছে। এদিন গত ১১ বছরের নিয়োগের পরিসংখ্যানও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জন শিক্ষক নিয়োগ হয়েছে।