ܫসন্ধ্যায় অতিরিক্ত যাত্রীর চাপ। আর সেই চাপ সামাল দিতে এবার অতিরিক্ত মেট্রো চালানো হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে। আগামী বৃহস্পতিবার ১ ডিসেম্বর থেকে মেট্রোর সংখ্যা বৃদ্ধি করা হবে এꩵই রুটে। এমনটাই খবর মেট্রো সূত্রে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ওই দিন থেকে ১০৬টি করে মেট্রো রোজ চলবে। পূর্বমুখী ও পশ্চিমমুখী ৫৩টি করে মেট্রো চালানো হবে। বর্তমানে ১০০টি করে মেট্রো যাতায়াত করে এই রুটে। তবে এবার আরও ৬টি মেট্রো বাড়তে চলেছে সল্ট লেܫক- সেক্টর ফাইভ এই রুটে।
প্রথম মেট্রো কখন ছাড়বে?
শি🔜য়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো চলবে ৬টা ৫৫ মিনিটে। এখানে সময় সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
꧟সল্ট লেক সেক্টর ফা💯ইভ থেকে শিয়ালদহ অভিমুখে যাবে প্রথম মেট্রো সকাল ৭টা নাগাদ। এখানে সময় সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
শেষ মেট্রো কখন ছাডবে?
শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্𓆏যন্ত 🥃শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। এখানে সময় সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
সল্ট লেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের দিকে শেষ মেট্রো যাবে রাত ৯টা 🍌৪০ মি🥀নিট নাগাদ। এখানে সময় সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
তবে উল্লেখযোগ্যভাবে এবার সন্ধ্যায় পিক টাইমে মেট্রো পরিষেবা ১৫ মিনিটের জায়গায় ১২ মিনিট অন্তর চলবে। 🌠যাত্রীর ভিড🎃় সামলানোর জন্যই এই দুটি মেট্রোর মধ্য়ে সময়ের ব্যবধান কমানো হচ্ছে।
শিয়ালদহ ও সল্টলেকের মধ্যে সকাল ৬টা ৫৫ থেকে ৮টা ৫৫ পর্যন্ত ২০ মিনিট ব্যবধানে ট্রেন থাকবে। সকাল ৮টা ৫৫ থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট ব্যবধানে মেট্রো থাকবে। সকাল ১০টা ৫৫ থেকে বিকাল ৪টে ৫৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট ব্যবধানে মেট্রো থাকবে। আর বিকাল ৪টে ৫৫ মিনিট থেকে ৭টা ৫৫ মিনিট পর্যন্ত ১২ মিনিট ব্যবধানে মেট্রো থাকবে। সন্ধ্যা ৭টা ৫৫ থেকে ৯টা ৩৫ মি⛦নিট পর্যন্ত ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। উলটো পথেই একই ভাবে চলবে মেট্রো।