রাজ্য সরকারের পরিকল্পনামতো কেন্দ্রীয় প্রতিনিধিদল পূর্ব ঘোষিত স্কুলে পরিদর্শনে যাওয়ায় ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এক টুইটে সেই ক্ষোভ জানান তিনি। টুইটে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে শুভেন্দুবাবু বোঝানোর চেষ্টা করেছেন, কী ভাবে কেন্দ্রীয় প্রতিনিধিদের বোকা বানানোর চেষ্টা করছেন রাজ্য সরকারের আধিকারিকরা꧟।
এদিন টুইটারে শুভেন্দুবাবু লিখেছেন, রাজ্য সরকারি আধিকারিকদের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধিদল আগে থেকে বাছাই করা স্কুলে যাচ𝄹্ছে। যার ফলে অ্যাপ্রন – গ্লাভস🌞 পরা রাঁধুনি, পরিচ্ছন্ন রান্নাঘর দেখা যাচ্ছে। আসল পরিস্থিতি জানতে কেন্দ্রীয় দলের নিজেদের ইচ্ছামতো স্কুল বাছাই করে হঠাৎ সেখানে অভিযান চালানো উচিত।
তিনি আরও লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে যারা সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের ওপরেই কেন্দ্রীয় দল সত্য🐼 উদ্ঘাটনের জন্য আস্থা রাখছে। মিড ডে মিলের রাঁধুনিদে🅰রও শিখিয়ে পড়িয়ে রাখা হয়েছে। কথা মতো চললে আগাম বেতন পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এমনকী ছাত্রছাত্রীদের হুমকি দেওয়া হয়ে থাকলেও আমি আশ্চর্য হব না। কারণ এটা পশ্চিমবঙ্গ।’
এদিন একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেছেন শুভেন্দুবাবু। তাতে বোঝা যাচ্ছে, কেন্দ্রীয় দল যে স্কুলে🅠 যাবে তার মিড ডে মিলের আধিকারিককে নির্দেশ দিচ্ছেন রাজ্য সরকারের কোনও আধিকারিক। পরিদর্শনের দিন কী কী ঠিক রাখতে হবে তা জানানো হয়েছে। সঙ্গে বলা হয়েছে ‘রাঁধুনিদের টাকা কালকে ঢুকবে।’
সোমবার থেকে রাজ্যের🍰 জেলায় জেলায় মিড ডে মিল প্রকল্পের অনুসন্ধান শুরু করেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। আর তার ম🐻ধ্যেই মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় খিচুড়িতে আরশোলা পাওয়ার অভিযোগ উঠেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক